Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের মেয়ে নিয়েও বিব্রতকর মন্তব্য

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এবার মেয়েকে নিয়ে করা ডোনাল্ড ট্রাম্পের বিব্রতকর মন্তব্যের রেকর্ডিং প্রকাশ হয়েছে। নারীদের নিয়ে অশালীন মন্তব্যের অডিও ফাঁস হওয়ার পর ব্যাপক তোলপাড় ও নিন্দার ঝড়ের মধ্যে সিএনএন কিছু পুরনো রেকর্ডিং প্রকাশ করেছে, যাতে নিজের মেয়ে ইভানকাকে নিয়েও তিনি বেফাঁস মন্তব্য করেছেন। ২০০৪ সালে এক রেডিও সাক্ষাৎকারের সময় রেডিও জকি ট্রাম্পের মেয়েকে ‘অ্যা পিস অব অ্যাস’ বলে উল্লেখ করলে তিনি তাতে সায় দেন। মেয়ে ইভানকাকে নিতম্বের সঙ্গে তুলনা করলেও তিনি বিন্দুমাত্র বিব্রত না হয়ে উত্তর দেন ‘হ্যাঁ’। ২০০৫ সালে নারীদের নিয়ে ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের রেকর্ডিং শুক্রবার প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। এ নিয়ে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বড় অংশ তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছেন। অনেকে তার বদলে প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেবেন বলে জানিয়ে দিয়েছেন। অনেকে আবার বলেছেন, হিলারিকে ভোট না দিলেও তারা ট্রাম্পকে ভোট দেবেন না। ২০০৪ সাল থেকে শুরু করে বেশ ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু রেকর্ডিং একসঙ্গে প্রকাশ করেছে সিএনএন। ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিজের মেয়ে নিয়েও বিব্রতকর মন্তব্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ