Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নোবেলে পাওয়া অর্থ গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্তদের দেবেন সান্তোস

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস তার নোবেল পুরস্কারের অর্থ দেশটির অর্ধশতকের গৃহযুদ্ধের শিকারদের সহায়তার জন্য দান করার ঘোষণা দিয়েছেন। সান্তোস বলেন, গেল রাতে আমি আমার পরিবারের সঙ্গে আলোচনা করে এই ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) ক্ষতিগ্রস্তদের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছি। বিবিসি বলছে, চোকো অঞ্চলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বোজায়ায় ৫২ বছরের গৃহযুদ্ধে আক্রান্তদের জন্য আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে সান্তোস এই ঘোষণা দেন। ২০১৬ সালে নোবেল শান্তি পুরস্কার জয় করেছেন সান্তোস। কলম্বিয়ার মাটিতে বামপন্থী ফার্ক গেরিলাদের সঙ্গে শান্তিচুক্তি করার কয়েকদিনের মধ্যেই ২ অক্টোবর অনুষ্ঠিত গণভোটে দেশটির ৫০.২৪ ভাগ ভোটার এই শান্তিচুক্তিপ্রত্যাখ্যান করেন। কলম্বিয়ায় ফার্ক গেরিলাদের সঙ্গে ৫২ বছরের সরকারি বাহিনীর লড়াইয়ে ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত ও ৬০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর আগে সান্তোস (৬৫) তার এ পুরস্কারকে উৎসর্গ করেন কলম্বিয়ার দীর্ঘ যুদ্ধে নিহত ও ক্ষতিগ্রস্ত সব মানুষের প্রতি। তিনি বলেন, শান্তি সন্নিকটে, শান্তি সম্ভব। পুরো জাতিকে নিয়ে তিনি সেই সম্ভাবনাকে বাস্তব করে তুলবেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোবেলে পাওয়া অর্থ গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্তদের দেবেন সান্তোস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ