মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চলে গত রোববার এক নিরাপত্তা চৌকিতে গাড়ি বোমা হামলায় ১০ তুর্কি সৈন্যসহ ৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে এ খবর জানায়। এ হামলার জন্য কুর্দি বিদ্রোহী যোদ্ধাদের দায়ী করা হচ্ছে। সম্প্রচার মাধ্যম সিএনএন-তুর্ক জানায়, ইরাক ও ইরান সীমান্তের কাছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাক্কারি প্রদেশে সংঘটিত এ হামলায় অপর ৫ সৈন্য আহত হয়েছে। বার্তা সংস্থা দোগান জানায়, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সেমদিনলি জেলায় অবস্থিত ওই নিরাপত্তা চৌকিতে হামলার জন্য দায়ী। নিরাপত্তা বাহিনী যানবাহন তল্লাশি চালানোর সময় এ বোমা বিস্ফোরিত হয়। উল্লেখ্য, পিকেকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে ৩২ বছর ধরে বিদ্রোহ করে যাচ্ছে। ১৯৮২ থেকে এ পর্যন্ত এ বিদ্রোহে প্রায় ৪০ হাজার লোক নিহত হয়েছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকে সন্ত্রাসী সংগঠন অবিহিত করে থাকে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর হিসেব মতে, গত বছর একটি আড়াই বছর মেয়াদী যুদ্ধবিরতি ভেঙ্গে পড়ার পর থেকে এ পর্যন্ত ৬ শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য ও ৭ হাজারের বেশি পিকেকে যোদ্ধা নিহত হয়েছে। নিউ ইয়র্ক টইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।