Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হারিকেন ম্যাথিউর তান্ডবের পর ছড়িয়ে পড়ল কলেরা

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হারিকেন ম্যাথিউর আঘাতে হাইতির দক্ষিণাঞ্চল কার্যত ধ্বংস হয়ে পড়ার পর সেখানে ছড়িয়ে পড়েছে কলেরা। ইতোমধ্যে কলেরা আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। গত বুধবার হাইতির উপকূলে আঘাত করা ওই ঝড়ে প্রায় ৯০০ মানুষ নিহত হয়েছেন। হাইতির দক্ষিণ উপকূলের কয়েকটি শহর মিশে গেছে মাটির সঙ্গে। সেখানকার ৯০ শতাংশ স্থাপনাই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কোনও কোনও এলাকায় সকল স্থাপনাই ধসে পড়েছে। হাইতির দক্ষিণাঞ্চলের পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়েছে। সর্বত্র ছড়িয়ে পড়েছে বানের পানি, দূষিত করে তুলেছে পানীয় জলের সব আধার। এ ধরনের জলোচ্ছ্বাসের পর পানিবাহিত রোগগুলো দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়। আর তার জন্য বেশ অনুকূল পরিবেশ ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। এই বিশাল ধ্বংসযজ্ঞের পরও ভবিষ্যৎ দিনগুলোতে সম্ভাব্য আরও বহু মৃত্যুর শঙ্কা নিয়ে কাটছে হাইতিবাসীর দিন। হারিকেনের পর বেশ কিছু মানুষের কলেরায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে অন্তত ১৩ জন মারা গেছেন বলে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। হাইতির স্বাস্থ্য মন্ত্রণালইয়ের কলেরা নিয়ন্ত্রণ কার্যক্রমের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাথিউ পরবর্তী সময়ে অন্তত ৬২ জন ওই রোগে আক্রান্ত হয়েছেন। বেশকিছু অঞ্চলে নতুন করে কলেরা ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এলি পিয়েরে সেলেস্টিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘জনগণের প্রাণহানি হচ্ছে। সেখানে নার্স থাকলেও কোনও ডাক্তার নেই।’ ২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে যে জাতিসংঘের শান্তিরক্ষীরা হাইতিতে রয়েছেন, তাদের জন্যও কলেরা হুমকি হিসেবে দেখা দিতে পারে বলে সেলেস্টিন মনে করছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গণস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সংগঠন পার্টনার্স ইন হেলথের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, হাইতিতে কলেরা সংক্রমণ এবার বহুগুণে প্রকট হয়ে উঠতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হারিকেন ম্যাথিউর তান্ডবের পর ছড়িয়ে পড়ল কলেরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ