মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নিরুদ্দেশ গৃহবধূকে খুঁজে বের করতে তার শ্বশুরবাড়ির লোকেদের ওপর অমানুষিক অত্যাচার করেছে পুলিশ। অভিযোগ, জেরার সময় পরিবারের সদস্যদের পরস্পরের মূত্রপান করতে বাধ্য করা হয়। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সেহোর জেলার সিঙ্গারচাউরি গ্রামের যুবকের সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয় পাট্টান গ্রামের এক যুবতীর। ২০১৫ সালের আগস্ট মাসে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন সেই গৃহবধূ। পরিবারের তরফে সিদ্দিগঞ্জ থানায় সেই ঘটনার কথা জানিয়ে ডায়েরি করা হয়। অন্য দিকে, ওই যুবতী নিখোঁজ হওয়ার জন্য তাঁর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ভোপাল হাইকোর্টে অভিযোগ দায়ের করেন তাঁর ভাই। আদালতের নির্দেশে তদন্তে নেমে ওই বাড়ি থেকে নিখোঁজ বধূর শ্বশুর, শাশুড়ি, স্বামী এবং চার নাবালককে পুলিশ আশটা থানায় নিয়ে যায়। সেখানে ১৫ দিন তাদের আটকে রেখে জেরা করা হয় বলে অভিযোগ করেছেন নিখোঁজ বধূর শাশুড়ি, বছর চল্লিশের মহিলা। হলফনামা পেশ করে তিনি জানিয়েছেন, পরিবারের সদস্যদের থেকে কথা আদায় করতে থানায় তাদের পরস্পরের মূত্রপান করতে বাধ্য করা হয়। অভিযোগের কপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্য পুলিশের ডিজিপি আর কে শুক্লা, রাজ্য মানবাধিকার কমিশন, রাজ্য মহিলা কমিশন এবং স্থানীয় পুলিশ সুপারকে পাঠিয়েছেন ওই মহিলা। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।