মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হাসপাতালে চিকিৎসা নিতে আসা মিডজ নামে এক নারীর চিকিৎসার রসিদে কান্নার জন্য টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার ও অপারেশনের খরচ বাদেও কান্নার জন্য অতিরিক্ত টাকা আদায় করায় সামাজিক যোগাযোগ মাধ্যম সবাই হতবাক। যুক্তরাষ্ট্রে এক নারী হাসপাতালে অস্ত্রোপচার শেষে তার চিকিৎসা ফি কান্নার টাকা আদায় করার অভিযোগ তুলেছেন। হাসপাতালের ‘ফি’র একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি মিডজ নামে ওই নারী একটি হাসপাতালে আঁচিল অপসারণ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা পরিশোধের জন্য একটি রসিদ দেয়। সেই রসিদের একটি ছবি টুইটারে শেয়ার করেন মিডজ নামের ওই নারী। রসিদে দেখা যায় ডাক্তার ও অপারেশনের খরচ ছাড়াও কান্না’র জন্য অতিরিক্ত ১১ ডলার ফি পরিশোধ করতে বলা হয়েছে। টুইটার ব্যবহারকারীরা পোস্টের নিচে অযৌক্তিক ও হাস্যকর বলে অভিহিত করেছেন। কান্নার ফি নেওয়ার রসিদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। টুইটারে প্রায় আড়াই লাখ মানুষ লাইক দিয়েছেন এবং শত শত মানুষ দুঃখজনক মন্তব্য করেছেন। একই সাথে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে টুইটারে নেতিবাচক প্রক্রিয়া দেখা গেছে। ফাস্টপোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।