Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে মানবিক সঙ্কট চরমে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জার্মানি। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে প্রবেশের জন্য দেশ দুটির সীমান্তে ভিড় করছেন অনেক শরণার্থী। এ অবস্থায় সেখানে মানবিক সংকট চরমে পৌঁছেছে জানিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন। রাজধানী বার্লিনে সাংবাদিকদের সামনে সরকারের মুখপাত্র স্টেফেন সেবার্ট বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে পদক্ষেপ নিতে হবে। সীমান্তের সুরক্ষার পাশপাশি মানবতা এবং আইনকে সম্মান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সীমান্তে অবস্থান করা শরণার্থীদের দ্রুত সহায়তার প্রয়োজন। বিশেষ করে তাপমাত্রা কমে আসায় তাদের কাপড়, খাবার, প্রয়োজনীয় ওষুধ জরুরিভিত্তিতে দরকার। ডিডব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোল্যান্ড-বেলারুশ সীমান্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ