মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জার্মানি। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে প্রবেশের জন্য দেশ দুটির সীমান্তে ভিড় করছেন অনেক শরণার্থী। এ অবস্থায় সেখানে মানবিক সংকট চরমে পৌঁছেছে জানিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন। রাজধানী বার্লিনে সাংবাদিকদের সামনে সরকারের মুখপাত্র স্টেফেন সেবার্ট বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে পদক্ষেপ নিতে হবে। সীমান্তের সুরক্ষার পাশপাশি মানবতা এবং আইনকে সম্মান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সীমান্তে অবস্থান করা শরণার্থীদের দ্রুত সহায়তার প্রয়োজন। বিশেষ করে তাপমাত্রা কমে আসায় তাদের কাপড়, খাবার, প্রয়োজনীয় ওষুধ জরুরিভিত্তিতে দরকার। ডিডব্লিউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।