মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গের অজয়ের চরে আটকে থাকার অভিজ্ঞতা হয়েছে আউশগ্রামের ফতেপুরের শাজাহান খানের। তিনি বলেন, পানি বাড়ছে বুঝতে পেরেই ফিরতে চেয়েছিলাম। কিন্তু গরুগুলো ভয়ে চর থেকে নড়তে চাচ্ছিল না। তাদের বাঁচাতে গিয়েই ডুবতে বসেছিলাম! অজয় নদের এমন চেহারা আগে দেখিনি! তিনি আরো বলেন, গাছের মগডালে বসেছিলাম। একটাতে আমি আর আমার মামা সামসুল খান, অন্য গাছে গ্রামেরই ফতেপুরের রাইফেল মন্ডল বসেছিল। কাঁটাওয়ালা গাছের খোঁচায় হাত-পা কেটেছে আমাদের। যন্ত্রণা, খিদে-তৃষ্ণাও ভুলেছিলাম। শুধু অপেক্ষা, কেউ না কেউ আসবে। তিনি আরো বলেন, রোজই আউশগ্রামের সোন্দলপুরে অজয়ের চরে গরু চরাই। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে খাবার, পানি নিয়ে তিনজন রওনা দিই। বাঁধ থেকে চর কিলোমিটার খানেক ভিতরে। বেলা ১১টা থেকে পানি বাড়ছিল। ঘণ্টাখানেকের মধ্যেই চর ডুবতে থাকে। রাইফেলের কাছে মোবাইল ছিল। বাড়ির লোককে সব জানায় সে। পানি বাড়ায় প্রাণ বাঁচাতে কাঁটা গাছে উঠি। গরুগুলো ভেসে যায়। পানি বাড়ে, আমরাও ডাল ধরে উপরে উঠতে থাকি। সন্ধ্যা নামে। মোবাইলের ব্যাটারিও শেষ। বারবার বউ, ছেলে-মেয়ের মুখ ভেসে উঠছিল। তিনি আরো বলেন, পানির ধাক্কায় গাছ নড়ছে। পিঁপড়া কামড়াচ্ছে হাতে। রাইফেলের চিৎকার- গাছে তিনটা সাপ উঠেছে। গরু চরানোর লাঠি দিয়ে সাপ সরায় সে। শেষ বার যখন গ্রামের লোকের সাথে কথা হয়েছিল, শুনেছিলাম, প্রশাসন উদ্ধারের ব্যবস্থা করছে। আর কত ক্ষণ! একটা আলো দেখতে পাই। কিন্তু কিছুটা এসে ফিরে যায় সেটা। পাঁচ-ছয় ঘণ্টা পরে ফের আলো। এ বার স্পিডবোট আসে। রাত ২টা নাগাদ পাড়ে ফিরি। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।