মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : থাই রাজা ভূমিবলের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। রাজপ্রাসাদ কর্মকর্তারা একথা জানিয়েছেন। বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা ভূমিবল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। থাইল্যান্ডের বিভক্ত রাজনৈতিক অঙ্গনে রাজা ভূমিবল আদুলিয়দেজকে শ্রদ্ধা এবং দেশের ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয়। তিনি অনেকদিন ধরে জনসম্মুখে আসতে পারছেন না। গত বছরের বেশিরভাগ সময় তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতেও তিনি শারীরিক নানা জটিলতায় ভোগেন। গত রোববার রাতে দেয়া রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, রাজার রক্তচাপ কমে গেছে। রক্তচাপ স্বাভাবিক করতে ওষুধ সেবনসহ সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া তাকে হেমোডায়ালাইসিস দেয়ারও প্রস্তুতি নেয়া হচ্ছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।