মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারী করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। দেশটিতে যখন বয়োবৃদ্ধ ও ঝুঁকিপূর্ণ পেশায় নিযুক্ত লোকজনকে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ দেয়া হচ্ছে তখন দেশটিতে মৃত্যুর সংখ্যা সাত লাখ ছাড়ালো। খবর রয়টার্সের।
এ মহামারিতে আমেরিকায় গত সপ্তাহে প্রতিদিন গড়ে দুই হাজার মানুষ মারা গেছে। দেশটিতে গত জানুয়ারি মাসে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল।
এখনো করোনাভাইরাসে আমেরিকায় বেশি মানুষ মারা যাচ্ছে। সারাবিশ্বে করোনাভাইরাসে যে মানুষ মারা যাচ্ছে তার শতকরা ১৪ ভাগ শুধু আমেরিকাতেই মারা যাচ্ছে। এছাড়া, সারা বিশ্বের শতকরা ১৯ ভাগ মানুষ আমেরিকাতেই আক্রান্ত হচ্ছে।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৪ কোটি ৪৪ লাখ ৩ হাজার ৪০৫ জন এবং মারা গেছে ৭ লাখ ১৮ হাজার ৯৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ লাখ ২০ হাজার ৮৭৬ জন এবং একই সময় মারা গেছে ১ হাজার ৮২১ জন। মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরই আছে ব্রাজিল এবং তৃতীয় স্থানে আছে ভারত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।