Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হলে জিততে পারবে না আ.লীগ

আলোচনা সভায় গয়েশ্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির তৃতীয় শ্রেণির নেতাদের সঙ্গেও জিততে পারবে না আওয়ামী লীগ বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের ভুত না সরিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। তাদের সৎ সাহস থাকলে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দিক। এসময় নেতাকর্মীদের পদ পদবীর লোভ ত্যাগ করে দলের জন্য কাজ করার আহবান জানান। তিনি বলেন, এখন সবার একটাই লক্ষ্য হওয়া উচিত। খালেদা জিয়ার জীবদ্দশায় গণতন্ত্র উদ্ধার করে তাকে উপহার দিতে হবে।
আয়োজক কমিটির সভাপতি শাহ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, সহ স্বনির্ভর সম্পাদক নিলুফার চৌধুরী মনি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ