Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ গোলের রোমাঞ্চ জিতল মাদারবাড়ি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ফুটবলে ২-৩ গোলে মাদারবাড়ি উদয়ন সংঘের কাছে হেরেছে কোয়ালিটি স্পোর্টস ক্লাব। খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধেই পাঁচ গোল হয়। দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে মাদারবাড়ি। আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে চলা ম্যাচের ৫৯ মিনিটে কোয়ালিটিকে এগিয়ে নেন আফরোজ (১-০)। পরের মিনিটেই ব্যবধান বাড়ান আগের গোলের জোগানদাতা ছমির (২-০)। দুই গোলে পিছিয়ে পড়া মাদারবাড়ি শেষ ৩০ মিনিটে যেন নিজেরদ খুঁজে পায়। একের পর এক আক্রমণে আদায় করে নেয় তিন গোল। পেনাল্টি থেকে অধিনায়ক নাছির, দীপক ও আরিফ গোল করে জয়ের আনন্দে ভাসান দলকে। খেলা শুরুর আগে রেফারি সমিতির সাবেক দপ্তর সম্পাদক স্বপন সিংহ এর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৫ গোল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ