Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকলায়েনকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারে আন্তর্জাতিক খেলোয়াড়দের উন্নয়ন প্রকল্পের প্রধান হিসেবে গত বছর নিয়োগ পান সাকলায়েন মুশতাক। মিসবাহ-উল-হক জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে পাকিস্তানের অন্তঃবর্তীকালীন কোচের দায়িত্বও নেন সাকলায়েন মুশতাক। কিন্তু নিউজিল্যান্ড নিরাপত্তা শঙ্কার অজুহাত দেখিয়ে সিরিজ বাতিল করে দেশে ফিরে যায়। সাকলায়েন মুশতাকের আর কোচের দায়িত্ব নেওয়া হয়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকলায়েনের শরণাপন্ন হতে যাচ্ছে পিসিবি। কিংবদন্তি এই অফ স্পিনারকে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেবে পিসিবি, এমন খবরই জানিয়েছে ক্রিকেট পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা অনুমোদন করলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
রমিজ রাজা পিসিবি চেয়ারম্যান হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই ম্যাথু হেইডেন ও ভারনন ফিল্যান্ডারকে কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। কোন পদে তাঁদের নিয়োগ দেওয়া হচ্ছে, তখন এ নিয়ে কিছু না বললেও পরে জানা যায় হেইডেন ব্যাটিং পরামর্শক ও ফিল্যান্ডার বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। ৬ অক্টোবর লাহোরে পা রাখবেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ফিল্যান্ডার। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার হেইডেন দুবাইয়ে যোগ দেবেন পাকিস্তান দলের সঙ্গে। এখন আইপিএল নিয়ে ব্যস্ত আছেন হেইডেন। ১৫ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে পাকিস্তান। ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
সাকলায়েন তর্কযোগ্যভাবে ‘দুসরা’র উদ্ভাবক। ফ্লাইট ও বৈচিত্র্য দিয়ে নিজের ক্যারিয়ারে জায়গা করে নিয়েছিলেন সেরা বোলারদের কাতারে। ৪৯ টেস্টে নিয়েছেন ২০৮ উইকেট। ১৬৯ ওয়ানডেতে নিয়েছেন ২৮৮ উইকেট। ইতিহাসের সেরা স্পিনারদের সংক্ষিপ্ত তালিকায় তাঁকে রাখা হয়। এর আগে ইংল্যান্ড দলের স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছেন ৪৪ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ