বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাকুরীর আশায় ভারতে গিয়ে ২ বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন কিশোরী। ভালো কাজের আশায় অবৈধ পথে ভারতে গিয়ে আটক হয় পুলিশের হাতে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। পরে তাদেরকে পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য জাস্টিস এন্ড কেয়ার এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নামে দুটি এনজিও সংস্থার কাছে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা কিশোরীরা হলেন- সাতক্ষীরা জেলার সদর থানা এলাকার সুইটি গাজি, যশোর রাজারহাট মুড়লী এলাকার শরিফা বিবি, নরসিংদী জেলার মনোহরদি থানার খারাবো গ্রামের সুমি ও মিতু খাতুন, বরিশাল বাকেরগঞ্জ থানার নলুয়া গ্রামের শায়লা আক্তার ও সেলিনা আক্তার, যশোরের অভয়নগর থানার ধুলগ্রামের মাহফুজা বেগম, খুলনার খালিশপুর থানার বয়রা এলাকার আসমা বেগম, নাটোর জেলার বরইগ্রাম থানার নাজিরপুর গ্রামের মুক্তি আক্তার, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকার সোলেমানপুর গ্রামের নাজমা খাতুন, মানিকগঞ্জ জেলা সদরের চায়না বেগম, খুলনার পাইকগাছা থানার শ্যামনগর গ্রামের নার্গিস বেগম।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ২ বছর আগে ভালো কাজের আশায় এ সমস্ত নারীরা দালালের মাধ্যমে ভারতের হায়দ্রাবাদ যায়।দালালরা তাদের কোন কাজ না দিয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় স্থানীয় থানার পুলিশ গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের সাজা হয় ২ বছরের। সাজা শেষে ‘প্রোজ্বলা’ নামে একটি শেল্টার হোম হেফাজতে রাখা হয় তাদের। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বৃহস্পতিবার তারা দেশে ফিরে আসেন।
ফিরে আসা নারগিস বেগম জানান, আমি দরিদ্র পরিবারের মেয়ে। আমার বাবা মা নেই। ছোট দুটি ভাই বোন আছে আমার। তাদের ভরনপোষন ও লেখা-পড়ার জন্য ভালো আয়-রোজগারের আশায় দালালের মাধ্যমে ভারতে যাই। কিন্তু ভারতের হায়দ্রাবাদ এলাকায় দালালরা তাদের ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের আটক করে। দুই দেশের সরকারের বিশেষ সহায়তায় আজ দেশে ফিরে আসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।