প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা রাশেদ সীমান্ত হাতে গোনা যে কয়টি নাটকে অভিনয় করেছেন তার প্রতিটিই দর্শক প্রশংসার শীর্ষে রয়েছে। তার অভিনীত কোনো কোনো নাটকের ভিউ কোটির ঘরে। অল্প সময়ে এত জনপ্রিয়তা টিভি নাটকে অন্যকোনো অভিনেতার ক্ষেত্রে দেখা যায়নি বললেই চলে। সৌখিন অভিনেতা রাশেদ সীমান্ত পেশাগত জীবনে বৈশাখী টেলিভিশনের মার্কেটিং ইনচার্জ। শখের বশে অভিনয় করতে এসে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন। গত ঈদুল আজহায় ৪টি নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। নাটক ৪টি হলো রোমান রনির পরিচালনায় ‘হাটা জামাই’, মিলন ভট্ট’র রচনা ও পরিচালনায় ‘নয়ন তারা স্টোর’, তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় ‘ভাইয়ের সাথে একান্ত আলাপে’ এবং আল হাজেন পরিচালিত ‘প্রবাসী টাকার মেশিন’। রাশেদ সীমান্ত বলেন, এটা আমার পরম পাওয়া। সকলের ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই। আরও ভালো ভালো নাটকে কাজ করতে চাই। এদিকে আজ রাত সাড়ে ৮টায় বৈশাখী টিভিতে রাশেদ সীমান্ত অভিনীত নাটক কর্মফল প্রচার হবে। আল হাজেনের পরিচালনায় নাটকটি লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। প্রযোজনা মিড এন্টারপ্রাইজ। রাশেদ সীমান্ত ছাড়াও এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শামীমা নাজনীন, তানজিকা আমিন, ডা. এজাজ, রিমি করিমসহ আরো অনেকে। নাটকটি করোনা মহামরির ঘটনা নিয়ে নির্মিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।