নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ালটন প্রথম জাতীয় সিস্টোবল প্রতিযোগিতার নারী বিভাগে বাংলাদেশ আনসার ও পুরুষে পুলিশ সেরার খেতাব জিতেছে। বৃহস্পতিবার সকালে পল্টনস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে আনসার ২২-১২ পয়েন্টে পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাংলাদেশ পুলিশ ১২-১১ পয়েন্টের ব্যবধানে আনসারকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। পুরুষ বিভাগে পুলিশের অপু এবং নারী বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন আনসারের উর্মি আক্তার রুমা।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এসময় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার আশরাফুল আলম, বাংলাদেশ আনসারের সহকারী পরিচালক ও সিস্টোবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি রায়হান উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার ও যুগ্ম-সম্পাদক আজম আলী খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।