Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চিত্রনায়ক রোশান করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৪:০০ পিএম

বর্তমান সময়ে ঢালিউডের অন্যতম চিত্রনায়ক জিয়াউল রোশান করোনায় আক্রান্ত হয়েছেন। ‘বেপরোয়া’-খ্যাত এ নায়ক আপাতত হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসকদের পরামর্শমতো ওষুধ খাচ্ছেন। তিনি নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রোশান ফেসবুকে লেখেন, ‘কোভিড-১৯ পজিটিভ। কিন্তু এখনই কেন?’

এ প্রসঙ্গে গণমাধ্যমকে রোশান বলেন, ‘আজকে সকালেই আমি কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছি। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শ মতো ওযুধ খাচ্ছি ও নিজেকে হোম আইসোলেশনে রেখেছি। আমার মধ্যে করোনার উপসর্গ রয়েছে, কিন্তু তাও গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সবাই নিজের যত্ন রাখুন। খুব শীঘ্রই আবার দেখা হবে।’

আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পাচ্ছে বহুল রোশান-বুবলী অভিনীত ‘চোখ’ সিনেমা। সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারণার কাজে অংশ নেন রোশান ও বুবলী। গতকাল দেশের দুটি বেসরকারি টেলিভিশনে একসঙ্গে চোখ প্রচারণার অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা। তাই অনেকের ধারণা বুবলী আর রোশান সারাদিন একসঙ্গে পাশাপাশি থাকার কারণে বুবলীও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ত বিষয়ে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া মেলেনি।

এদিকে ‘চোখ’ মুক্তির একদিন আগেই করোনা আক্রান্ত হওয়াতে প্রেক্ষাগৃহে বসে আপাতত নিজের অভিনীত সিনেমাটি দেখা হচ্ছে না রোশানের। সেই সাথে সিনেমার প্রচারণা অংশ নিতে পারছেন বা বলে আফসোসও প্রকাশ করলেন ‘রক্ত’খ্যাত এই অভিনেতা।

উল্লেখ্য, তরুণ নির্মাতা আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ সিনেমাটি সারাদেশের ৩৬ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমাতে রোশান-বুবলী ছাড়াও অভিনয় করেছেন নিরব ও শহীদুজ্জামান সেলিম এবং আরও অনেকেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ