Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জুতা ফ্যাক্টরি চালু করল সেনাবাহিনী

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

পাহাড়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলের সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টির করতে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের পরিচালনায় যাত্রা শুরু করলো সিন্দুকছড়ি সুজ নামে (জুতা) ফ্যাক্টরি। গুইমারা রিজিয়নের অধীনে জালিয়াপাড়া বেকার কল্যাণ সংগঠনের নিজস্ব কার্যালয়ে সম্ভাবনাময়ী এ ফ্যাক্টরীর উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল দেওয়ান মনজুরুল হক চৌধুরী, রিজিয়নের জিটুআই তাজুল ইসলামসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ ।

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, এলাকার বেকার ছেলেদের কর্মসংস্থানের লক্ষ্যে এই ফ্যাক্টরী স্বল্প পরিসরে প্রথম পর্যায়ে শুরু করা হলেও আগামীতে এর প্রসার আরো বাড়ানো হবে। তিনি বলেন, মাটিরাঙ্গায় বেকারি ফেক্টরি, লক্ষীছড়িতে তাঁত শিল্প এবং জালিয়া পাড়ায় শুরু করা হলো জুতা ফেক্টরি এসব কিছুই এ অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের কল্যাণের জন্যই সেনাবাহিনীর এ উদ্যোগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাবাহিনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ