Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিএসইর এমডি বরখাস্ত সিআরও’র পদত্যাগ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৪ এএম

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমডিকে বরখাস্ত করে পদ থেকে সরিয়ে দেয়ার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমোদনের জন্য চিঠি দিয়েছে পরিচালনা পরিষদ।

এর আগে পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৯ সেপ্টেম্বর মামুন-উর-রশিদকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। একইসঙ্গে এক্সচেঞ্জটির এমডি পদ থেকে সরিয়ে দেয়ার অনুমোদন নিতে বিএসইসি’র কাছে চিঠি পাঠিয়েছে সিএসই’র পরিষদ। কাজের পরিবেশ না থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ সামসুর রহমান পদত্যাগ করেছেন। গতকাল এই তথ্য নিশ্চিত করে সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, এমডি বরখাস্ত হয়েছে, সিআরও পদত্যাগ করেছেন। জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের আদলে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা সিএসই’র ব্রোকার হাউজের সংখ্যা এখন ১৪৮টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিআরও’র পদত্যাগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ