Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামীমের প্রতীক্ষার দিনে ৪ হাজারী ক্লাবে মুশফিক

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ৪ হাজারী ক্লাবে কে আগে পাবেন সদস্যপদÑএ নিয়ে দুই বন্ধু সাকিব, তামীমের লড়াইটা চলেছে বেশ কিছু দিন। ৩ হাজারী ক্লাবের সদস্যপদটা সাকিবের আগে তামীম পেলেও ৪ হাজারী ক্লাবের সদস্যপদটা আগে পেয়েছেন সাকিব। প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজারী ক্লাবের খুব কাছাকাছি এসেও বাড়ছে তামীমের প্রতীক্ষা। ৬৯ রান দূরে থেকে শুরু করেছিলেন সিরিজটিÑকিন্তু প্রথম ম্যাচ তো দূরের কথা, দ্বিতীয় ম্যাচেও লক্ষ্যটা পূরণ হয়নি এই বাঁ হাতি ওপেনারের। ৫২ রান দূরে থেকে শুরু করেছিলেন তামীম ইনিংস, ইংল্যান্ড পেস বোলার ক্রিস ওকসকে পুল করতে যেয়ে করেছেন ভুল, টপ এজ হয়ে মিড উইকেটে দিয়ে এসেছেন ক্যাচ ১১ রানে। তবে তামীমের লক্ষ্যচ্যুতির দিনে তৃতীয় বাংলাদেশী হিসেবে ৪ হাজারী ক্লাবের সদস্যপদ পেয়েছেন মুশফিকুর রহিম। ১২ রান করলেই পেয়ে যাবেন ৪ হাজারী ক্লাবের সদস্যপদÑএই সমীকরনটা মিলিয়েছেন মুশফিক। ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদকে মিড অফে পুশ করে সিঙ্গল নিয়েই সাকিব, তামীমের পর ওয়ানডে ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ হয়েছে তার।
তবে ৪ হাজারী ক্লাবের সদস্যপদে সাকিব, তামীমের চেয়ে সময়, ম্যাচ এবং ইনিংস বেশি লেগেছে মুশফিকুরের। ২০১৫ বিশ্বকাপে ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে প্রথম বাংলাদেশী হিসেবে ৪ হাজারী ক্লাবের সদস্যপদ পেতে সাকিবকে খেলতে হয়েছে ১৩৬টি ইনিংস, সময় লেগেছে ৮ বছর ১৯৬ দিন। ওই বিশ্বকাপ থেকেই তামীমও পেয়েছেন ৪ হাজারী ক্লাবের সদস্যপদ। নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে তামীম যেদিন পূর্ণ করেছেন ৪ হাজার রান, সেদিন খেলতে হয়েছে তাকে সাকিবের চেয়ে একটি বেশি ইনিংস। সময়টা অবশ্য লেগেছে সাকিবের চেয়ে কমÑ৮ বছর ২৪ দিন। তবে ২০০৬ সালের ৬ আগস্ট ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত হওয়া মুশফিকুরকে ৪ হাজারী ক্লাবের সদস্যপদ পেতে অপেক্ষা করতে হয়েছে দেড়শ’ তম ইনিংস। ইনিংসের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েলসকে ছুঁয়ে ফেলা মাশরাফির সময় লেগেছে ১০ বছর ৬৩ দিন। উইকেট কিপারদের মধ্যে দ্রæততম ৪ হাজারী ক্লাবের সদস্যপদে মুশফিকুরের অবস্থান ৫ম। ১১৪তম ইনিংসে এই মাইলফলকে পা দিয়ে উইকেট কিপারদের মধ্যে দ্রæততম রেকর্ডটা ভারত অধিনায়ক ধোনীর। সময়টাও নিয়েছেন সবচেয়ে কমÑ৪ বছর ৩৯দিন। ১৩৩তম ইনিংসে এসে সেখানে জিম্বাবুয়ের এন্ডি ফ্লাওয়ার পেয়েছেন ৪ হাজারী ক্লাবের সদস্যপদ। ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্টের সেখানে লেগেছে ১৩৪তম ইনিংস, শ্রীলংকা লিজেন্ডারি সাঙ্গাকারার ১৩৬তম ইনিংসে এসে দেখা পেয়েছেন ৪ হাজার রানের।
তবে ৪ হাজারী ক্লাবের সদস্যপদের দিনে মনে রাখার মতো ইনিংস উপহার দিতে পারেননি মুশফিকুর। সুইপ শটে এদিন প্রলুদ্ধ হননি। তবে ইংলিশ তরুণ পেস বোলার জ্যাক বলকে পুল করতে যেয়ে ২১ রানের মাথায় ফাইন লেগে দিয়ে এসেছেন ক্যাচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামীমের প্রতীক্ষার দিনে ৪ হাজারী ক্লাবে মুশফিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ