নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ওয়ানডের পর ইংল্যান্ডের সাথে দুটি টেস্ট ম্যাচের সিরিজও খেলবে বাংলাদেশ। তার আগে দুটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ আছে চট্টগ্রামে। সেই দুটি ম্যাচের দলেই জায়গা পেয়েছেন নুরুল হাসান। উদ্দেশ্য, টেস্ট সিরিজের আগে তাকে একটু বাজিয়ে দেখা। তার আগেই নিজেকে খানিকটা জানান দিয়ে রাখলেন তরুণ এই উইকেটকিপার ব্যাটসম্যান। জাতীয় লিগে করেছেন দারুণ এক শতক। গতকাল কক্সবাজারে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে তার অপরাজিত সেঞ্চুরি আর শেষ দিকে আব্দুর রাজ্জাকের ঝড়ে প্রথম ইনিংসে খুলনা তুলেছে ২৯৩। নুরুল দিন শুরু করেছিলেন ৫৪ রানে। সঙ্গী জিয়াউর রহমান ৩৯ রান নিয়ে দিন শুরু করে ফিরে যান ৬ রান যোগ করেই। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন নুরুল। অষ্টম উইকেটে অধিনায়ক রাজ্জাকের সঙ্গে জুটি ৫৭ রানের। তবে জুটিতে নুরুল ছিলেন কেবলই দর্শক, আগ্রাসী ব্যাটিংয়ে রাজ্জাক করেন ৪০ বলে ৪৫। এক প্রান্ত আগলে রেখে নুরুল শতক স্পর্শ করেন ১৬৫ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি। অপরাজিত ১০৩ রানের ইনিংসে ছিল মাত্র ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা। সিঙ্গেল ছিল ৪৮টি!
ঢাকা মেট্রোর শুরুটাও হয়েছে ভালো। দ্বিতীয় দিন শেষ করেছে তারা বিনা উইকেটে ৫৯ রানে। বিকেলে ২০ ওভার খেলে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন ঢাকা মেট্রোর দুই ওপেনার সাদমান ইসলাম ও মেহেদি মারুফ।
এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শাহানুর রহমানের অলরাউন্ড নৈপুণ্যে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে সিলেট। ৫ উইকেটে ২৮১ রান নিয়ে দিনের খেলা শুরু করে সিলেট। আগের দিন শতক পাওয়া কাপালী নিজের ইনিংস এগিয়ে নেন ১৩৭ পর্যন্ত। তাকে ফিরিয়ে ৯৯ রানের জুটি ভাঙেন ইফতেখার সাজ্জাদ। ১৭ রান নিয়ে দিন শুরু করা শাহানুর ফেরার আগে করেন ১০২ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তার প্রথম শতক। তার ১৯৬ বলের ইনিংসটি গড়া ৯টি চার ও দুটি ছক্কায়। শাহানুরের সঙ্গে নবম উইকেটে ৭৫ রানের জুটি গড়েন আবু জায়েদ। ৪৪৪ রানে সিলেট অলআউট হওয়ার সময় ২৫ রানে অপরাজিত ছিলেন তিনি। চট্টগ্রামের মোহাম্মদ সাইফুদ্দিন ও ইফতেখার সাজ্জাদ তিনটি করে উইকেট নেন।
ক্যারিয়ারের প্রথম শতক পাওয়া শাহানুর বল হাতে নিয়েছেন ৩ উইকেট। দ্বিতীয় দিনের খেলা শেষে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেটে ১১৫ রান। ইয়াসির আলী ২৩ ও ইরফান শুক্কুর ৫ রানে ব্যাট করছেন। এখনও ৩২৯ রানে পিছিয়ে রয়েছে মুমিনুল হকের দল। বড় সংগ্রহের জবাব দিতে নেমে তাসামুল হক ছাড়া চট্টগ্রামের আর কোনো ব্যাটসম্যান খুব একটা ভালো করেননি। ৮৫ বলে ১০ চারে ৫৭ রান করেন তাসামুল। চোট কাটিয়ে দলে ফেরা মুমিনুল ১৪ বলে ৫ রান করে শাহানুরের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক মিত্র ২২ রান করে এনামুল হক জুনিয়রকে ফিরতি ক্যাচ দেন। অফ স্পিন অলরাউন্ডার শাহানুর ৩০ রানে নেন তিন উইকেট।
এছাড়া বিকেএসপির তিন নম্বর মাঠে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিতে জুনায়েদ সিদ্দিকের দিকে তাকিয়ে আছে রাজশাহী।
দ্বিতীয় দিনের খেলা শেষ রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ১৫৯ রান। জুনায়েদ ৪৮ ও সানজামুল ইসলাম ২৮ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে এরই মধ্যে ৫৯ রানের জুটি গড়েছেন এই দুই জন। লিড নিতে আরও ৭৬ রান চাই রাজশাহীর।
বোলারদের নৈপুণ্যে রংপুরকে কম রানে গুটিয়ে দেওয়ার খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি রাজশাহী দলে। দলীয় ২২ রানে নাজমুল হোসেন শান্তর বিদায়ে উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজশাহী। মিজানুর রহমান, ফরহাদ হোসেন ফিরেন উইকেট থিতু হয়ে। ৯৯ রানের মধ্যে ছয় ব্যাটসম্যানকে বিদায় করে প্রতিপক্ষকে চেপে ধরে রংপুর। তবে জুনায়েদ-সানজামুলের দারুণ জুটিতে ঘুরে দাঁড়ায় রাজশাহী। রংপুরের সাদ্দাম হোসেন ও আরিফুল হক দুটি করে উইকেট নেন।
৬ উইকেটে ১৭২ রান নিয়ে খেলা শুরু করে রংপুর। ৬২ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায় দলটি। ৪৬ রান নিয়ে দিন শুরু করা সোহরাওয়ার্দী শুভ ফিরেন ৫৩ রান করে। আগের দিন শূন্য রানে অপরাজিত সাদ্দাম হোসেন শাওনের ১৭ ও অধিনায়ক সাজেদুল ইসলামের অপরাজিত ২১ রানে ২৩৪ পর্যন্ত যায় রংপুরের সংগ্রহ। রাজশাহীর ফরহাদ রেজা ও মুক্তার আলী তিনটি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর
সিলেট-চট্টগ্রাম
সিলেট ১ম ইনিংস : ৪৪৪/১০ (১৩৯.২ ওভার) সায়েম ২৭, জাকির ৩২, রাজিন ৫১, কাপালী ১৩৭, রুমান ২৭, শাহানুর ১০২, এনামুল জুনিয়র ১১, জায়েদ ২৫*; সাইফুদ্দিন ৩/৬৩, ইফতেখার ৩/১৪২, আরিফ ২/১২৯
চট্টগ্রাম ১ম ইনিংস : ১১৫/৫ (৩৮ ওভার) অভিষেক ২২, তাসামুল ৫৭, ইয়াসির ২৩ (ব্যাটিং), ইরফান (ব্যাটিং); শাহানুর ৩/৩০, এনামুল ১/২০, এবাদত ১/৩২
রংপুর-রাজশাহী
রংপুর ১ম ইনিংস : ২৩৪/১০ (৭৭.৪ ওভার) সায়মন ১০, জাভেদ ১৪, আরিফুল ৩৯, তানভীর ৫৩, শুভ ৫৩, শাওন ১৭, সাজেদুল ২১*; ফরহাদ রেজা ৩/৫৯, মুক্তার ৩/৬৯, তাইজুল ২/৩১
রাজশাহী ১ম ইনিংস : ১৫৯/৬ (৪৭.১ ওভার) শান্ত ১০, মিজানুর ২৩, জুনায়েদ ৪৮ (ব্যাটিং), ফরহাদ হোসেন ১৯, জহুরুল ১০, ফরহাদ রেজা ১১, সানজামুল ২৮ (ব্যাটিং); সাদ্দাম ২/২৭, আরিফুল ২/২৮
খুলনা-ঢাকা মেট্রো
খুলনা ১ম ইনিংস : ২৯৩/১০ (১০৪.৪ ওভার) নুরুল ১০৩*, জিয়াউর ৪৫, মিরাজ ২৬, রাজ্জাক ৪৫; শহিদুল ২/২৩, সৈকত ২/২৫, সানি ৩/১১৩, আশরাফুল ১/৮২, আসিফ ১/২৮
ঢাকা মেট্রো ১ম ইনিংস : ৫৯/০ (২০ ওভার) সাদমান ২৩, মেহেদি ৩৪*; রুবেল ০/৯, জিয়াউর ০/১১, রাজ্জাক ০/২৭, মিরাজ ০/১০
ঢাকা বিভাগ-বরিশাল
ঢাকা ১ম ইনিংস : ৫২৩/১০ (১৩২ ওভার) মজিদ ৯৬, রনি ৮৪, সাইফ ২৩, রকিবুল ১১, তাইবুর ১৪৭, নাদিফ ৭৫, জাহিদুজ্জামান ৫৭; মনির ৫/১৫২, আল-আমিন ২/৪১
বরিশাল ১ম ইনিংস : ১০৩/১ (২৪ ওভার) শাহরিয়ার ৪০ (ব্যাটিং), সায়েম ৭, ফজলে মাহমুদ ৫৫ (ব্যাটিং); শরীফ ১/২০
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।