Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘সংবাদপত্রের স্বাধীনতা এখন কাগজে কলমে’

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

দেশে এখন কথা বলার মতোও পরিস্থিতি নেই। সংবাদপত্রের স্বাধীনতা কেবল কাগজে আছে,

বাস্তবে নেই। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এবং দৈনিক দিনকালের সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী গতকাল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর নেতাদের সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন।
গতকাল সোমবার দুপুরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্বাধীনতার সুফল এবং দেশের সংবাদপত্র ও সাংবাদিকদের অধিকার আদায় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ড. রেজোয়ান সিদ্দিকী বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অন্ধকারে ডুবে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথও জাতি হারিয়ে ফেলেছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক নয়াদিগন্তের কক্সবাজার ব্যুরো প্রধান অ্যাডভোকেট জিএএম আশেক উল্লাহ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সহ-সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক আনছার হোসেন, দৈনিক ইনকিলাব-এর বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদপত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ