Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্লুটুথ স্যান্ডেল দিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

সরকারি স্কুলে নিয়োগ পরীক্ষা। সেই নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা খেয়েছেন পাঁচ জন পরীক্ষার্থী। পরে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযুক্তদের নকল করার পদ্ধতি দেখে চোখ কপালে উঠেছে পুলিশের। স্যান্ডেলের মধ্যে ব্লুটুথ ডিভাইস লাগিয়ে পরীক্ষায় নকল করছিলেন তারা! ঘটনাটি ঘটে ভারতের রাজস্থানে। জানা যায়, রোববার ছিল রাজস্থান এলিজিবিলিটি এক্সামিনেশন ফর টিচার্স (রিট)-এর পরীক্ষা। সেই পরীক্ষায় আজমিরে চপ্পল বা স্যান্ডেলের ভেতর বসানো ব্লুটুথ ডিভাইস দিয়ে নকল করায় এক পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। এরপর একই রকম ভাবে নকল করতে গিয়ে বিকানের এবং সীকর থেকেও কয়েক জনকে গ্রেপ্তার করা হয়। রতনলাল ভার্গব নামে রাজ্যটির এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘স্যান্ডেলের সোলের মধ্যে ফোন এবং ব্লুটুথ ডিভাইস ভরে পরীক্ষার হলে এসেছিলেন ওই পরীক্ষার্থীরা। আর কানে একটি যন্ত্র ছিল। পরীক্ষা হলের বাইরে থাকা কেউ অভিযুক্তদের সাহায্য করছিলেন।’ পুলিশ জানিয়েছে, অনেক মেধা খাটিয়ে বানানো হয়েছে নকলের কাজে ব্যবহার করা এই স্যান্ডেল। প্রায় দুই লাখ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের কাছে এই চপ্পল বিক্রি করা হয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ। কিন্তু পরীক্ষা চলার সময় কীভাবে এই নকলের ঘটনা আর নকলকারী চক্র সামনে এলো? এ ব্যাপারে আজমিরের পুলিশ কর্মকর্তা জগদীশচন্দ্র শর্মা বলেছেন, ‘চপ্পলের ভেতর ব্লুটুথ ডিভাইস থাকা এক ব্যক্তিকে পরীক্ষার শুরুতেই গ্রেপ্তার করেছিলাম আমরা। তার মাধ্যমে জানতে পারি, যারা এ ভাবে নকল করছে তাদের সকলের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ রয়েছে।’ এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্লুটুথ স্যান্ডেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ