মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রশান্ত মহাসাগরে রাশিয়ার আকাশসীমার কাছাকাছি চলে আসায় মার্কিন বি-৫২ এইচ বোমারু বিমানকে বাধা দিয়েছে তিনটি এসইউ-৩৫ রুশ জঙ্গিবিমান। রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সি জানায়, রাশিয়ার রাডার ব্যবস্থায় মার্কিন বোমারু বিমানটি ধরা পড়ার পরপরই সেখানে তিনটি রুশ জঙ্গি বিমান পাঠিয়ে বাধা দেওয়া হয়। জঙ্গিবিমানগুলো মার্কিন বোমারু বিমানকে এস্কর্ট দিয়ে নিয়ে যায়। পরে রাশিয়ার যুদ্ধবিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে বলে জানা গেছে। এ ঘটনাকে ঘিরে কোনও ধরনের সংঘাতের সৃষ্টি হয়নি। রুশ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, দেশের আকাশসীমা লঙ্ঘনের সুযোগ কাউকে দেয়া হবে না। মার্কিন বোমারু বিমানা রাশিয়ার আকাশসীমা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কাছ থেকে কোন প্রতিক্রিয়া জানতে পারেনি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন। সা¤প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার রাশিয়ার আকাশসীমায় মার্কিন বোমারু বিমান প্রবেশের অভিযোগ করে মস্কো। তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।