গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : বিভিন্ন অনিয়মের কারণে রাজধানীতে আটটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো: সাইদুর রহমান জানান, গতকাল রোববার দুপুরে চক সার্কুলার রোডস্থ বোম্বে সুইটস অ্যান্ড চানাচুর কারখানায় নোংরা পরিবেশে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় ব্যবস্থাপক মো: আ: হাইকে ২০ হাজার টাকা, নিউ আমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবস্থাপক মো: হানিফকে ১০ হাজার টাকা, আলাউদ্দিন সুইটমিটকে লেভেলবিহীন খাবার বিক্রয় করায় ২০ হাজার টাকা, সোয়ারীঘাটের হাসান কনফেকশনারি খাবারের মূল্য তালিকা প্রদর্শনবিহীন মোড়কের গায়ে বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইসলামবাগের শাহ জালাল রেস্টুরেন্ট খাবারের সাথে মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য মিশ্রণ করায় ১০ হাজার টাকা জরিমানা এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শনবিহীন নোংরা পরিবেশে খাবার বিক্রয় করায় আজিমপুরের সাগর খাবার ঘর হোটেলকে ১০ হাজার টাকা, ক্যাফে শাহজালাল হোটেলকে ১০ হাজার এবং নিউ মালেক বেকারিকে ১০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও মামুন সরদার অভিযানের নেতৃত্ব দেন এবং জরিমানা ধার্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।