Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের প্রশংসা করেছেন আফগান মন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৭ এএম

আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ-তথ্যমন্ত্রী জাবিহউল্লাহ মুজাহিদ আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন।


পাকিস্তান টেলিভিশনকে (পিটিভি) দেয়া এক সাক্ষাতকারে মুজাহিদ বলেন, আফগানিস্তানের সাথে আরো ভালো সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

তিনি বলেন, পাকিস্তান হলো আমাদের প্রতিবেশী দেশ। আফগানিস্তানের ব্যাপারে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে আফগানিস্তান।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক চায় আফগানিস্তান, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। আমরা চাই, প্রতিবেশী দেশগুলা আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের সমর্থনে ভূমিকা পালন করুক।
তিনি বরেন, অনেক দেশ আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের সামনে তালেবানের পক্ষে কথা বলছে।
তিনি বলেন, আফগানিস্তানের প্রতি ইতিবাচক ভূমিকা পালন করছে কাতার, উজবেকিস্তান ও আরো কয়েকটি দেশ। ছয় দিন আগে চীন ও রাশিয়া জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে তাদের পক্ষে কথা বলেছে।

তিনি বলেন, আফগানিস্তানের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক গুরুত্বপূর্ণ বিষয়।

পাঞ্জশিরে যুদ্ধ শেষ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আমরা কারো সাথে যুদ্ধ করতে চাই না।

তিনি বলেন, আফগান জাতির অগ্রগতি লাভ ও সমৃদ্ধ হওয়ার সময় এসেছে।

মুজাহিদ বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার পর তালেবানের অগ্রাধিকার হবে অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা করা।

তিনি জানান, কোনো গ্রুপ আফগানিস্তানে বা সরকারের বিরুদ্ধে হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, পেশোয়ার ও পাকিস্তানের অন্যান্য শহরের সাথে আফগানিস্তান আরো সড়ক সংযোগ প্রতিষ্ঠা করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আফগান সীমান্তে পাকিস্তানি পতাকা অবমাননা একটি দুর্ভাগ্যজনক অধ্যায়।

মন্ত্রী বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত কেউ করতে চাইলে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আফগান নেতৃত্বকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হলে তা বিবেচনা করা হবে।

মুজাহিদ বলেন, ভারত-অধিকৃত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করছে আফগান সরকার।



 

Show all comments
  • KAMAL HOSSAIN MOSHAROF ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৭ পিএম says : 0
    MASHAALLAH ❣️❣️❣️
    Total Reply(0) Reply
  • Md. Shahoneyaj Biplob ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১:০৬ পিএম says : 0
    কেবলমাত্র যোগ্য মানুষেরাই প্রশংসার দাবিদার হয়ে থাকে! কেউ যদি মন এবং বিবেক দিয়ে আপনাকে শ্রদ্ধা না করে তাহলে শত চেষ্টা করেও তার সম্মান পেতে পারবেন না! আর যে সম্মান করবে, হোক আপনি তাকে ঘৃণা ই করেন তবু্ও সে আপনাকে সম্মান করবেই করবে।
    Total Reply(0) Reply
  • জব্বার ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১:০৭ পিএম says : 0
    প্রতিবেশি এই দুই দেশকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১:১২ পিএম says : 0
    ভারতের ষড়যন্ত্র থেকে বাঁচতে উভয় দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    Total Reply(0) Reply
  • আবদুল মান্নান ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১:১২ পিএম says : 0
    আফগান জাতির অগ্রগতি লাভ ও সমৃদ্ধ হওয়ার সময় এসেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগান মন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ