Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পাক-আফগান সিরিজ আয়োজনে বৈঠক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

পাকিস্তানের নতুন বোর্ড চেয়ারম্যান রমিজ রাজার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একে একে বাতিল হয়েছে পাকিস্তানের তিনটি দ্বিপাক্ষিক সিরিজ। নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড পুরুষ ও নারী দলের সফর বাতিল হয়ে যায়। এসব কিছুর মাঝে আশার বাণী হলো আফগানিস্তান-পাকিস্তান সিরিজ আয়োজনে বৈঠক হতে যাচ্ছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান আজিযুল্লাহ ফাজলি গতকাল লাহোর সফরে গেছেন। চলতি বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় পাকিস্তান-আফগানিস্তান এর মধ্যকার সিরিজ আয়োজনের কথা ছিল। কিন্তু তালেবান সরকার গঠনের পর আফগানিস্তানের এই সিরিজ আয়োজন স্থগিত হয়ে যায়।

বিশেষ সূত্রে জানা যায়, এ বছর আফগানিস্তানে সীমিত ওভারের পাকিস্তান-আফগানিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব দেবেন ফাজলি। পাকিস্তান ক্রিকেটে এমন সময়ে একের পর এক সিরিজ বাতিলে আন্তর্জাতিক ক্রিকেট হতে বিচ্ছিন্ন বাবর আজমরা। আফগানিস্তানের এমন প্রস্তাব ইতিবাচক হলেও তালেবান সরকারের অধীনে সে দেশে গিয়ে সিরিজ না খেলার সম্ভাবনাই তীব্র।

স¤প্রতি আফগান নারী ক্রিকেটে নিষেধাজ্ঞা দেওয়াতে তোপের মুখে পড়েছে আফগান ক্রিকেট বোর্ড। নারী ক্রিকেটে এমন সিদ্ধান্তে চটেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিদের মাটিতে আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ বাতিলের হুশিয়ারি দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
আফগান তালেবান সরকার আরও সমালোচনার মুখে পড়েছে তাদের দেশে আইপিএলের স¤প্রচার বন্ধের ঘোষণা দিয়ে। আইপিএলে নারীদের অংশগ্রহণ থাকায় এ সিদ্ধান্ত নেয় তালেবান সরকার। পাকিস্তানের পরপর তিনটি সিরিজ বাতিলের পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এমন প্রস্তাবে কেমন সাড়া আসবে তাই এখন বড় প্রশ্ন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে লড়াই করবে বাবর-রশিদরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ