Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলার আসামি গ্রেফতার

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণির স্কুলছাত্রী পূর্ণিমা দাশকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি পার্থ মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে ভারতে পালিয়ে যাওয়ার আগে সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে নিহত ছাত্রীর বাবা শান্তি দাস বাদী হয়ে ডায়াগনস্টিক কর্মচারী পার্থ মন্ডলকে আসামি করে দেবহাটা থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে কাথন্ডা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, আসামিকে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় স্কুলছাত্রী পূর্ণিমা দাশ। সে রাতে বাড়ি ফেরেনি। পরদিন ২৪ সেপ্টেম্বর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ির সবজি ক্ষেত থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। পূর্ণিমার মুখমন্ডলে অসংখ্য কামড়ানো ও গলায় ফাঁস দেয়ার দাগ ছিলো। লাশের পাশেই পড়ে থাকা ভুক্তভোগীর বই-খাতা, জুতা ও একটি মোবাইল আলামত হিসেবে জব্দ করা হয়। ওই মোবাইলে দেখা গেছে, নিখোঁজের আগে আসামি পার্থ মন্ডল ভুক্তভোগী স্কুলছাত্রীকে এসএমএস করে পরিত্যক্ত ওই বাড়িতে দেখা করার জন্য ডেকে ছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ