Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় ডাইং মেশিনের গরম পানি ছিটকে ঝলসে গেছে ৩ শ্রমিক

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩৬ পিএম

ঢাকার আশুলিয়ায় একটি স‚তা তৈরি কারখানার ডাইং মেশিনের গরম পানিতে ছিটকে শরীরে এসে ৩ জন শ্রমিক ঝলসে গেছে। এ ঘটনায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ওয়ান থ্রেড অ্যান্ড এক্সেসরিজ বিডি লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
তারা হলেন- মোঃ হেলাল (৩০), শ্রী রঞ্জন (২৩) ও লিমন হোসেন (২৪)। তারা সবাই কারখানার ডাইং অপরারেটর। তাৎক্ষনিক তবে তাদের বিস্তারিত জানাযায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের উদ্ধার করে উত্তরার ইস্ট ওয়েস্ট হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে কত শতাংশ ঝলসে গেছে তা এখনও জানা যায়নি।

কারখানার সহকর্মী শ্রমিকরা আকতারুল ইসলাম জানায়, ওই কারখানায় ডাইং মেশিনের মাধ্যমে সুতা বিভিন্ন কালারের রূপান্তর করা হয়। ঘটনার সময় সুতা রংয়ের কাজ চলছিল। তখন বিদ্যুৎ চলে গেলে তারা ডাইং মেশিনের ঢাকনা খোলেন। এসময় হঠাৎই বিদ্যুৎ চলে আসলে ডাইং মেশিন চালু হলে গরম পানি তাদের শরীরে ছিটকে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ