Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘ফ্লাইট অফ নেভিগেটর’ রিবুট পরিচালনা করবেন ব্রাইস ডালাস হাওয়ার্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ব্রাইস ডালাস হাওয়ার্ড এমনিতে অভিনয়ের জন্যই খ্যাত তবে পরিচালনাও করেন তিনি। তিনি ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত শিশুদের জন্য নির্মিত ‘ফ্লাইট অফ নেভিগেটর’ পুনর্র্নিমাণ করবেন ডিজনির জন্য। মূল ফিল্মে অভিনয় করেছিলেন জোয়ি ক্রেমার, স্যারা জেসিকা পার্কার এবং ভোরোনিকা কার্টরাইট। ডেডলাইন জানিয়েছে, এবারের ফিল্মটি ডিজনি প্লাসের জন্য পুনর্র্নিমাণ করা হয়ে প্রধান ভূমিকায় নারীদের রেখে। রেন্ডাল ক্লাইসার পরিচালিত মূল চলচ্চিত্রটি ১২ বছরের এক কিশোরকে নিয়ে যাকে এলিয়েনরা উঠিয়ে নিয়ে যায় আট বছর পর তাকে ফিরিয়ে দেয়া হয়, কিন্তু দেখা যায় সে সেই ১২ বছরের মতোই রয়ে গেছে। নাসা একটি ইউএফও উদ্ধার করার পর কিশোরটির সঙ্গে সেটির কোন সংযোগ আছে টের পেয়ে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে থাকে আর কিশোরটি তার পরিবারের কাছে ফেরার চেষ্টা করার সঙ্গে সঙ্গে আন্তঃমহাজাগতিক রহস্যের কথা প্রকাশ করতে থাকে। জন শোয়ার্জ এবং জাস্টিন স্প্রিঙ্গারের সঙ্গে হাওয়ার্ড ফিল্মটি প্রযোজনাও করবেন। হাওয়ার্ড ‘স্পাইডার-ম্যান থ্রি’, ‘দ্য হেল্প’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফ্র্যাঞ্চাইজে অভিনয় করেছেন। তিনি সম্প্রতি ডিজনি প্লাসের ‘ম্যান্ডোলোরিয়ান’ সিরিজের দুটি পর্ব পরিচালনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ