মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইন্টারনেটের প্রতি শিশুদের আসক্তি নিয়ন্ত্রণে মধ্যরাতের পর অনলাইনে গেমস খেলা নিষিদ্ধ করতে নতুন এক আইন প্রণয়নের পরিকল্পনা করছে চীন সরকার। এনডিটিভির খবরে বলা হয়, গত সপ্তাহে চীনের সাইবারস্পেস অ্যামিনিস্ট্রেশন নতুন এই পরিকল্পনা উপস্থাপণ করে। সাইবারস্পেস কর্তৃপক্ষ বিদ্যালয়গুলোকে ইন্টারনেট আসক্ত শিশুদের পুনর্বাসনে কাজ করছে এমন প্রতিষ্ঠানকে সাহায্যের এবং ওই সব প্রতিষ্ঠানে (বুট ক্যাম্প) চিকিৎসা পদ্ধতি সম্পর্কে শিশুদের সচেতন করার আহ্বান জানিয়েছেন। সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন-র প্রস্তাব সম্পর্কে হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, যদি আইনটি কার্যকর করা সম্ভব হয় তবে মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত শিশুদের অনলাইনে গেমস খেলার আটকাতে ওয়েব গেম ডেভেলপাররা বাধ্য হবে। সেই সঙ্গে ১৮ বছরের কম বয়সী সবাইকে অনলাইনে গেমস খেলার জন্য পরিচয় পত্রসহ নিবন্ধন করতে হবে এবং সেই তথ্য গেম অপারেটরদের সার্ভারে জমা থাকবে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।