Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় করোনায় ১ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ২:১৪ পিএম

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে ১৪৪ নমুনার বিপরীতে আরও ৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৪ দশমিক ১৬ শতাংশ। যা আগের দিন ছিল ৬ দশমিক ০৭ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্যমতে, করোনায় মারা যাওয়া ব্যক্তি বগুড়ার বাইরের জেলার বাসিন্দা। তাই জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৮৩জনে অপরিবর্তিত রয়েছে।
প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার মোট ১৪৪ নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪ জন এবং এন্টিজেন পরীক্ষায় ২জন পজিটিভ ছিলেন।
নতুন আক্রান্ত ৬জনের মধ্যে সদরে ৪ এবং বাকি দুইজন শিবগঞ্জ ও শাজাহানপুরের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৪৬৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৭২জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ