মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আফগানিস্তানের জন্য পাঠানো মানবিক সহায়তার দ্বিতীয় চালান রাজধানী কাবুলে পৌঁছেছে।
শনিবার একটি কার্গো বিমানে করে ইরানের এই মানবিক সহায়তা আফগানিস্তানে নেয়া হয়। তালেবান গেরিলারা আফগানিস্তানের ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর এ নিয়ে দ্বিতীয় দফা মানবিক সহায়তা পাঠালো ইরান। মানবিক সহায়তার মধ্যে রয়েছে চাল, তেল এবং অন্যান্য খাদ্যদ্রব্য।
গত সপ্তাহে মানবিক সহায়তার প্রথম চালান নিয়ে ইরানের একটি বিমান রাজধানী কাবুলে পৌঁছায়। মানবিক সহায়তায় প্রথম চালানে গিয়েছিল খাদ্য ও ওষুধ।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সাম্প্রতিক এক জরিপ অনুসারে, বর্তমানে মাত্র শতকরা পাঁচ ভাগ আফগান নাগরিকের জন্য পর্যাপ্ত খাদ্য-সামগ্রীর ব্যবস্থা আছে।
সংস্থার প্রধান অর্থনৈতিক কর্মকর্তা আরিফ হোসেন জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে আফগানিস্তানের শতকরা ৫০ ভাগ মানুষ একবেলা খাদ্য খাচ্ছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।