মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নামে কোনো কটূক্তি যেন না করা হয়, এ সংক্রন্ত দাবি নিয়ে জাতিসংঘে একটি আবেদন করেছে রাশিয়া। গত শুক্রবার তিন কূটনীতিকের বরাতে সংবাদ মাধ্যম জানায়, জাতিসংঘে রুশ প্রতিনিধি ভিতালি চুরকিন সংস্থাটির মহাসচিব বান কি মুনের সঙ্গে একান্ত বৈঠককালে এমন দাবি উত্থাপন করেন। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কমিশনার জাইদ রা’দ আল-হুসেইন গত ১৩ সেপ্টেম্বর ইউরোপীয় নেতাদের সমালোচনার সময় ট্রাম্পকে নিয়েও কঠোর নিন্দা প্রকাশ করেন। জাতিসংঘের এক সিনিয়র কূটনীতিক বলেন, ট্রাম্পের নাম উল্লেখ করায় চুরকিন জাইদের উদ্দেশ্যে নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন, প্রিন্স জাইদ প্রায়ই তার সীমা অতিক্রম করছেন। আমরা এতে অসন্তুষ্টি প্রকাশ করছি।
গত বছরের নভেম্বরে সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছ থেকে তথ্য আদায়ে ওয়াটারবোর্ডিং (মুখে কাপড় বেঁধে ক্রমাগত পানি ঢালা) বা আরও কঠোর শাস্তি প্রয়োগের ব্যাপারে নিজের সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। তারই সূত্র ধরে জাইদ বলেছিলেন, এই দেশেরই একজন শীর্ষ প্রেসিডেন্ট প্রার্থী কঠোর শাস্তির পক্ষে নিজের অবস্থান ঘোষণা করেছেন। যদিও ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াটারবোর্ডিংয়ের মতো যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবহার নিষিদ্ধ করেন। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মস্কো হস্তক্ষেপ করছে বলে অনেকে দাবি করে আসছেন। যদিও ক্রেমলিনের পক্ষ থেকে ওই নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করে দেয়া হয়েছে। তবে, জাতিসংঘে রাশিয়ার আবেদনের ব্যাপারে ট্রাম্পের নির্বাচনী প্রচারের মুখপাত্র হোপ হিকসকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগে বারাক ওবামার চেয়ে পুতিন ভালো নেতা বলে মন্তব্য করে তুমুল বিতর্কের সৃষ্টি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্য টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।