গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, কোর্ট হিল (পরীর পাহাড়) নিয়ে সরকারের বিভিন্ন দফতর কাজ করছে। পাহাড়টির সুক্ষায় সরকার পুরো বিষয়টি দেখছে। সবার মঙ্গলের জন্য যা করা প্রয়োজন তা-ই করা হবে। গতকাল শনিবার পরীর পাহাড় পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তার আগে তিনি বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন। সভা করেন চট্টগ্রামে কর্মরত বিসিএস (প্রশাসন) কর্মকর্তাদের সঙ্গে। পরীর পাহাড় থেকে আইনজীবী ভবনসহ অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করার সরকারি ঘোষণার পর আইনজীবীরা এর প্রতিবাদ করে আসছেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আহমদ কায়কাউস বলেন, আইনজীবীরা মঙ্গল গ্রহ থেকে আসে নাই। সবাই চট্টগ্রামের, আমিও চট্টগ্রামের ছেলে। চট্টগ্রামের মানুষের মঙ্গল হয়, যেটার দ্বারা উপকার হয় সেটিই করবে সরকার। একসময় কোর্ট বিল্ডিংয়ের একপাশ দিয়ে উঠে আরেকপাশ দিয়ে বের হতাম। এখন কি সেটা সম্ভব? এর আগে গত বৃহস্পতিবার তিনদিনের সফরে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। আজ রোববার তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে কক্সবাজার যাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।