Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলেপ্পোতে হামলা বন্ধের প্রস্তাবে রাশিয়ার ভেটো

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রাশিয়ার বিমান হামলা এবং সিরীয় ও রুশ বিমানের টহল বন্ধের দাবি জানিয়ে ফ্রান্স
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার আলেপ্পোতে বোমা হামলা বন্ধের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত সমাধান প্রস্তাবটিতে ভেটো দিয়েছে রাশিয়া। গত শনিবার রাশিয়ায় নিয়োজিত জাতিসংঘের দূত ভিতালি চুরকিন এ ভেটো দেন বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। তাছাড়া রাশিয়া প্রস্তাবিত পাল্টা আরেকটি প্রস্তাবও নয় দেশের বিরোধিতায় বাতিল হয়ে গেছে। আলেপ্পোতে সিরিয়ার সরকার ও তাদের মিত্র দেশ রাশিয়ার বিমান হামলা এবং সিরীয় ও রুশ বিমানের টহল বন্ধের দাবি জানিয়ে ফ্রান্স ও স্পেনের উদ্যোগে জাতিসংঘে প্রস্তাবটি উত্থাপিত হয়। এই প্রস্তাবে আলেপ্পোতে আবারও অস্ত্রবিরতি শুরু করা এবং অবরুদ্ধ এলাকার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রাখা হয়। সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত শুক্রবার সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলেপ্পোর বেসামরিক এলাকায় বৈরিতা বন্ধের আহ্বান জানানোর কিছুক্ষণ পর শনিবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুানের সিদ্ধান্ত হয়। জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূতও শুক্রবার খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটির ব্যাপারে জোর সংকল্প ব্যক্ত করেন। প্রস্তাবটিতে রাশিয়া ভেটো দেবে বলে আগেই আশঙ্কা করা হচ্ছিল। সে ইঙ্গিত দিয়ে রাশিয়া শুক্রবার জানিয়েছিল, আলেপ্পোতে বিমান হামলা ও নগরীর আকাশে সামরিক বিমান উড্ডয়ন বন্ধের দাবি সম্বলিত খসড়া প্রস্তাব অগ্রহণযোগ্য। জাতিসংঘে রাশিয়ার দূত ও অক্টোবর মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি ভিতালি চুরকিন বলেন, এই প্রস্তাব আমরা কীভাবে পাস হতে দিতে পারি তা আমি দেখতে পাচ্ছি না।
শেষ পর্যন্ত শনিবারের জরুরি অধিবেশনেও আগের অবস্থানে অটল থাকলো রাশিয়া। রাশিয়ার পাশাপাশি প্রস্তাবটির ব্যাপারে ভেটো দিয়েছে ভেনেজুয়েলাও। আর প্রস্তাবটির ব্যাপারে ভোটদান থেকে বিরত থেকেছে চীন ও অ্যাংগোলা। জরুরি ওই অধিবেশনে রাশিয়ার পক্ষ থেকে পাল্টা আরেকটি প্রস্তাব দেওয়া হয়। বিমান হামলার উল্লেখ রেখে করা ওই প্রস্তাবটিতে ৯টি দেশ ভেটো দেয়। আর প্রস্তাবের পক্ষে সমর্থন দেয় মাত্র চারটি দেশ। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরীতে বিমান হামলা নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিরোধের প্রেক্ষাপটে শনিবারের জরুরি বৈঠকটি হয়। সিরিয়ার চলমান সংকট নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান বিপরীতমুখী। বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য তারা আসাদ সরকারের বিদ্রোহ ঘোষণাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক সহযোগিতা করছে। অভিযোগ রয়েছে, তারা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলার নামে সরকারি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। আর রাশিয়া বাশার আল-আসাদকেই ক্ষমতায় দেখতে চায়। তারা আসাদ সরকারের সমর্থনে আইএস ও বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধকে মার্কিন-রুশ ছায়াযুদ্ধ বলেও মনে করছেন অনেকে। উল্লেখ্য, সিরিয়ান অবজারভেটরি তাদের নিজস্ব পর্যবেক্ষণ সূত্রে সিরিয়ার গৃহযুদ্ধে ৪ লাখেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে। কিছুদিন আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর খবরে আগে বলা হয়, ২০১১ সালের ১৮ মার্চ গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তারা ৩ লাখ ১ হাজার ৭৮১ জনের প্রাণহানি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তবে নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হবে বলে দাবি করেছেন তারা। সিরিয়ান অবজারভেটরি বলছে, ওই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৪ লাখ ৩০ হাজারের কাছাকাছি হবে। সূত্র: দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলেপ্পোতে হামলা বন্ধের প্রস্তাবে রাশিয়ার ভেটো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ