Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসইতে এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু ৩০ সেপ্টেম্বর

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫২ এএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রথম বারের মতো এসএমই খাতের ৬টি কোম্পানি নিয়ে লেনদেন শুরু হতে যাচ্ছে। এরই মাধ্যমে ডিএসই’র নতুন ইতিহাস তৈরী হতে যাচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর ডিএসইর এই নতুন প্লাটফর্মের উদ্ভোধন করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়েত উল ইসলাম। ক্ষুদ্র ও মাজারি শিল্পকে শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহের সুযোগ করে দিতে এই এসএমই প্লাটফর্ম চালু করা হয়। নতুন প্লাটফর্মে লেনদেন শুরু হতে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মাস্টার ফিড, মোস্তফা মেটাল, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি লিমিটেড ও বেঙ্গল বিস্কুট লিমিটেড। এর আগে ২০১৯ সালের ৩০ এপ্রিল ডিএসই’র এসএমই প্লাটফর্ম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল। প্লাটফর্ম উদ্বোধনের আড়াই বছর পর লেনদেন শুরু করতে যাচ্ছে ডিএসই। তবে ইতোমধ্যে দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত ১০ জুন নিয়ালকো অ্যালয় দিয়ে এসএমই প্লাটফর্মের কার্যক্রম শুরু হয়। প্রথম লেনদেনের মাধ্যমে সিএসইর এসএমই প্লাটফর্ম ইতিহাস গড়ে। প্রথমবারের মতো এসএমই কোম্পানি নিয়ালকো অ্যালয়কে অর্থ উত্তোলনের জন্য ৭৭০ তম কমিশন সভায় অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ালকো অ্যালয় কিউআইও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে সাত কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করেছে। ২০১৮ সালের রুলস অনুযায়ী কোম্পানিটি প্রতিটি ১০ টাকা করে ৭৫ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যুর মাধ্যমে এই অর্থ উত্তোলন করে। নিয়ালকোর মাধ্যমে সিএসইতেও প্রথম এসএমই কোম্পানির লেনদেন শুরু হয়। এসএমই প্লাটফর্মে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির কমিশনার প্রফেসর ড. মিজানুর রহমান, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিএসইর পরিচালক প্রফেসর ড. মাসুদুর রহমান। ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া ও মুল প্রবন্ধ উপস্থাপন করবেন ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসই

৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ