Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাওলানা সামসুল হক কাসেমীর ইন্তেকাল

জমিয়াতুল মোদার্রেছীনের শোক

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন গোড়ান নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা সামসুল হক কাসেমী গতকাল ভোর সাড়ে তিনটায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। ইন্তেকালকালে তিনি এক পুত্র, দুই কন্য ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ এক শোক বাণীতে বলেন, দ্বিনী শিক্ষা তথা মাদরাসা শিক্ষা প্রচার ও প্রসারে মাওলানা সামসুল হক কাসেমীর অবদান অনস্বীকার্য। জমিয়াতুল মোদারর্ছেীনের সকল কর্মকান্ডে সতস্ফূর্ত অংশ নিতেন তিনি। আমরা তার বিদেহী রূহের মগফিরাত কামনা করছি। সাথে সাথে মরহুমের শোকার্ত পরিবার-পরিজন, আত্মীয়, গুনগ্রাহী সকলেই যাতে এমন শোকাহত মুহূর্তে ধৈর্যধারণ করতে পারে সেজন্যও আল্লাহর দরবারে দোয়া করেন। গতকাল সকাল নয়টায় তার হাতে গড়া মাদরাসা প্রাঙ্গনে হাজার হাজার মুসল্লী আলেম উলামা সহযোগে সলাতুল জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমাদ মোমতাজী, জমিয়াত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দারুন্নাজাত কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আ খ ম আবুবকর সিদ্দিক, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা আবু ইউসুফ, বিভিন্ন মাদরাসা প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ তার অসংখ্য গুনগ্রাহী ভক্তবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ