প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জেমস বন্ড চরিত্রটিতে শুধু পুরুষ নয়, নারীও অভিনয় করতে পারে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন ড্যানিয়েল ক্রেগ। তবে আরেক সাক্ষাৎকারে বললেন পুরো বিপরীত কথা। বললেন জেমস বন্ড চরিত্রটিতে কোনো নারীকে দেখতে চাননা তিনি। তার বদলে ছবিতে সমান গুরুত্বপূর্ণ কোনো নারী চরিত্র রাখা যেতে পারে।
রেডিও টাইমসে দেয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘নারী ও অশ্বেতাঙ্গদের জন্য আরও ভালো চরিত্র থাকতে পারে। জেমস বন্ড চরিত্রেই কেন নারীর অভিনয় করতে হবে?’
তবে, ক্রেইগ একাই নন, আরও অনেক তারকাই এমনটাই মনে করছেন। এমনকি, ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজক বারবারা ব্রকোলিও একই কথা জানিয়েছেন। ২০২০ সালে দেয়া এক সাক্ষাৎকারে বারবারা ব্রকোলি বলেছেন, ‘জেমস বন্ড যে কোনো বর্ণের হতে পারে, তবে তিনি পুরুষ। নারীদের জন্য নতুন শক্তিশালী চরিত্র তৈরি করা যেতে পারে। তবে পুরুষের চরিত্র কোনো নারীকে দিয়ে করাতে আগ্রহী নই আমি।’
এদিকে এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি ‘নো টাইম টু ডাই’। এই ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা মিলবে ড্যানিয়েল ক্রেগের। তাই এই ছবি নিয়ে প্রত্যাশাও বেশি। মুক্তির অপেক্ষায় থাকা 'নো টাইম টু ডাই' সিনেমায় প্রথমবারের মতো পর্দায় নারী 'ডাবল ও এজেন্টে'র দেখা মিলবে। বন্ড সিনেমায় নারী এজেন্টের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী লাশানা লিঞ্চ।
‘নো টাইম টু ডাই’ ছবির শুটিং এর শেষ দিনে অভিনেতা আবেগপ্রবণ বিদায়ি বক্তব্য দেন। অভিনেতা বলেন, ‘এই ছবিগুলো সম্পর্কে আমার মতামত আগেও বহুবার জানিয়েছি। যাই হোক…ছবিগুলোর প্রতিটি মুহূর্তই ভালবেসেছি। বিশেষ করে এই ছবিটির, কারণ প্রতি সকালে উঠে আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ পাই। এটা আমার জীবনে পাওয়া অনেক বড় সম্মান।’
ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেগ ও লাশানা লিঞ্চ ছাড়া আরোও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, র্যাল্ফ ফিয়েনস, রামি মালেক, ডেভিড ড্যান্সেক প্রমুখ। যুক্তরাজ্যে ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘নো টাইম টু ডাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।