গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারকে ‘মুনাফিক’ আখ্যা দিয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তাদের ভেতরে বাইরে ভিন্নরূপ। গতকাল এক মানববন্ধনে তিনি বলেন, দেশে হত্যা-নির্যাতনের বিচার হয় না। সাংবাদিক দম্পতি সাগর-রুনি, কুমিল্লার তনুর হত্যার বিচার হয়নি। খাদিজার ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার কী হবে তা জাতি জানে না। আমরা দাবি জানাই, সরকার যে কথা দিয়েছে অনতিবিলম্বে যেন তা রক্ষা করে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দল আয়োজিত ‘১০ টাকায় চাউল, বিনামূল্যে চাকুরির খবর কি? জাতি জানতে চাই’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সাবেক ছাত্র নেতা দুদু বলেন, ‘ক্ষমতাসীন এই সরকার বিরোধী দলে থাকলে তাদের চেহারা এক রকম হয়। তখন তারা গণতন্ত্রকামী হয়, ক্ষমতায় গেলে তাদের চেহারা পাল্টে যায়। তখন তারা গণতন্ত্রকে হত্যা করে। এরা হলো ওয়াদা বরখেলাপকারী।
তিনি বলেন, এর আগেও কুমিল্লায় তনু, রিশা, সাগর-রুনী সহ-অনেককেই হত্যা করা হয়েছে। কোনো হত্যাকাÐের খুনিদের আজ পর্যন্ত বিচার করা হয়নি। জানি না সিলেটে খাদিজাকে নির্যাতনকারী ছাত্রলীগ নেতা বদরুলের কি হবে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।