Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজে ফিরতে আক্রমণাত্মক ক্রিকেটে মনোযোগ

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৩৮ পিএম, ৮ অক্টোবর, ২০১৬

শামীম চৌধুরী : চট্টগ্রামে সাড়ে ৫ বছর আগে জয়ের নায়ক শুক্রবার রাতে করেছেন আরো বেশি ছন্দময় ব্যাটিং। দেড় বছর আগে অ্যাডিলেড জয়ে ফেভারিট স্টিকার নিয়েই গত পরশু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নেমেছে মাঠে বাংলাদেশ। চার গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে রেখে আসায় এবং সর্বশেষ ২ মোকালোয় বাংলাদেশের কাছে পর্যুদস্ত হওয়ায় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার পর্যন্ত নিজেদেরকে আন্ডারডগ ধরে নিয়েই বাংলাদেশের বিপক্ষে সিরিজে অবতীর্ণ হয়েছে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইংল্যান্ড দল সর্বশেষ ২ ওয়ানডে সিরিজে শ্রীলংকা, পাকিস্তানকে বিধ্বস্ত করেছে, তাতেও কিন্তু চোখ রাঙাতে পারেনি তারা। বরং ইংল্যান্ডের ৩০৯/৮ স্কোর তাড়া করে এই প্রতিপক্ষের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের আবহই ছিল। তবে স্বপ্ন দেখানো জয়টা হাতছাড়া করেছে বাংলাদেশ দল। সøগের ব্যাটিংটাই ডুবিয়েছে বাংলাদেশকে। ৫১ বলে ৩৯ রানের মামুলি টার্গেটে হেরে গেছে বাংলাদেশ ২১ রানে। তবে হার দিয়ে সিরিজ শুরু করেও প্রথম ম্যাচে দারুণ লড়াই সিরিজে ফেরার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ দলকে। হোমে গত ১৮ মাস ছয়টি সিরিজের সব ক’টি জয়ে আত্মবিশ্বাসের রসদ নিয়ে আর একটি সিরিজ জয়ে দিচ্ছে প্রেরণা। ১৫ মাস আগে দ. আফ্রিকার কাছে বাজেভাবে হার দিয়ে (৮ উইকেট) সিরিজ শুরু করে ২-১ এ সিরিজ জয়ের অতীত সুখস্মৃতি থেকেই টনিক পাচ্ছে বাংলাদেশ দল। পেশাদার ক্রিকেটার বলেই প্রথম ম্যাচের ফল মাথা থেকে ঝেড়ে ফেলে নুতন উদ্যমে আজ দারুণ জয়ে সিরিজে ফিরতে ইতিবাচক খেলার কথা ভাবছেন মাশরাফিÑ ‘প্রথম ম্যাচে হার নিয়ে অনেক আলোচনা হবে, এটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে পেশাদার ক্রিকেটারদের মতো চিন্তা করতে হবে। আমাদের আরও দুটি ম্যাচ বাকি। আমাদের সব সুযোগই আচে। সামনের দুটি ম্যাচ ভালো ক্রিকেট খেলার মাধ্যমে আমরা জিততে পারি। তাই ইতিবাচক চিন্তা করা ছাড়া উপায় নেই।’
সিরিজের প্রথম ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর অতীত আছে বাংলাদেশের। ১৫ মাস আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে কি বিচ্ছিরি ব্যাটিংই না করেছে বাংলাদেশ। অভিষিক্ত পেস বোলার রাবাদার (৬/১৬) তোপে ১৬০ রানে অল আউট হয়ে ৮ উইকেটে হেরে যাওয়ার পর অন্য এক বাংলাদেশ হাজির পরের ২টি ম্যাচে। ১৩৪ বল হাতে রেখে ৭ উইকেট এবং ৮৩ বল হাতে রেখে ৯ উইকেটে জিতে কি দুর্দান্তভাবেই না সিরিজ জিতে নিয়েছে সেবার। একই ইতিহাসের পুনরাবৃত্তি এবার সিরিজের প্রথম ম্যাচেÑ ইংল্যান্ডের অভিষিক্ত পেস বোলার জ্যাক বল এর বোলিংয়ে (৫/৫১) ২১ রানে হেরে শুরু সিরিজ। হোমে দুর্বার বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে হার থেকে শিক্ষা নিয়ে অন্য একটি দলে আবির্ভূত হবে বলে বিশ্বাস টীম ম্যানেজার খালেদ মেহমুদ সুজনেরÑ ‘প্রথম ম্যাচে যে সব ছোট খাট ভুল ছিল তা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে জয়ের জন্যই খেলবো। এখন আমাদের অনেক কিছু পাওয়ার আছে। ১-০তে পিছিয়ে থাকলেও এটা ২-১ হতে পারে। সে বিশ্বাস আমাদের সব খেলোয়াড়দের মাঝেই আছে। কারণ তারাও পেশাদার দল। আমরা বিশ্বাস করি সিরিজটা আমরা এখনও জিততে পারি।’
হোমের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণœ রাখতে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ, সে হুংকার দিয়েছেন টাইগার ম্যানেজারÑ ‘আক্রমণাত্মক ক্রিকেটটাই খেলবে বাংলাদেশ। ভয়-ডরহীন ক্রিকেটতাই এখন আমাদের মূলমন্ত্র। যারাই খেলুক যে কম্বিনেশনেই খেলা হোক আমরা আমাদের সেরাটা খেলতে পারলে আমরা ইংল্যান্ডকে হারাতে পারবো। ইংল্যান্ড আমাদের থেকে র‌্যাংকিংয়ে উপরের দল, তা ঠিক। তবে আমাদের কন্ডিশনে আমরা গত দুই বছর ধরে ভালো ক্রিকেট খেলছি। আমি সিরিজ হারার কথা চিন্তাই করছি না। এই সিরিজ জেতার ক্ষমতা আমাদের আছে।’
তবে সিরিজের প্রথম ম্যাচে ৪ সিনিয়রহীন ইংল্যান্ড দল বাংলাদেশের কন্ডিশনের সঙ্গেও লড়ে জিতেছে, ২ অভিষিক্ত তরুণ ক্রিকেটার বেন ডাকেট এবং জ্যাক বল দিয়েছে আস্থার প্রতিদান। তাতেই আত্মবিশ্বাসের রসদ পেয়ে সিরিজ জয় নিশ্চিত করার অংক আজ মেলাতে চাইছেন অধিনায়ক জস বাটলারÑ ‘বেশ ক’জন ক্রিকেটার এখানে খেলে আত্মবিশ্বাস অর্জন করেছে। এমন কন্ডিশনেও যে আমরা আমাদের ফ্যাশন ঠিক রেখে খেলতে পারি, তা প্রমাণ করেছি।’
এই ম্যাচে দু’টি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে তামীম, মুশফিকুর। আজ ৫২ রান করতে পারলে প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজারী ক্লাবের সদস্যপদ পাবেন তামীম ইকবাল। ১২ রান করতে পারলে সেখানে তৃতীয় বাংলাদেশী হিসেবে ৪ হাজারী ক্লাবের সদস্যপদ পাবেন মুশফিকুর। তবে এসব মাইলস্টোনের চেয়েও বাংলাদেশ সমর্থকদের চোখ এখন নিব্বিস্ট জয়ে।



 

Show all comments
  • সুফিয়ান ৯ অক্টোবর, ২০১৬, ১:০১ পিএম says : 0
    বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিজে ফিরতে আক্রমণাত্মক ক্রিকেটে মনোযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ