বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার পর্যটন জোনে 'আমারী রিসোর্ট' নামক একটি হোটেল থেকে এক নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন। নিহতের ওই নারীর নাম ফারজানা (২৩) এবং তার পলাতক সঙ্গীর নাম সাগর বলে জানান তিনি।
তিনি বলেন, 'তারা দুজন মঙ্গলবার হোটেলে উঠার সময় গেস্ট এন্ট্রি খাতায় তাদের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা লেখা হয়। যদিও ঠিকানা সঠিক কিনা সে বিষয়ে সন্দেহ আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন।
তিনি বলেন, সকালে ওই রিসোর্টে ওঠে। সকাল ১১টায় ওই রুমের কোনো সাড়া শব্দ না পেলে হোটেল কর্তৃপক্ষ দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারজানার মরদেহ দেখতে পায়। কিন্তু তার সঙ্গী সাগরের কোনো খোঁজ পাওয়া যায়নি।
হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। ফারজানার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'
হোটেলে পর্যটকের মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত তিন দিনে আরো দুই পর্যটকসহ তিন পর্যটকের মৃত্যু হল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।