Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরের জায়গা দেখছেন না বিসিবি সভাপতি

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সাড়ে ৮ বছর পর প্রতীক্ষিত প্রত্যাবর্তন ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেটে পেয়েছিলেন বাঁ হাতি স্পিনার মোশারফ রুবেল প্রশংসা পত্র। ইংল্যান্ডের বিপক্ষে প্রশংসার বদলে তাকে নিয়েই হয়েছে সমালোচনা বিস্তর। বাংলাদেশ দলের তিন তিনটি সহজ ক্যাচের ২টিই ড্রপ করেছেন মোশারফ রুবেল। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সর্বশেষ আসরে যে ছেলেটি সাড়ে তিন শ’ রান করেছেন, তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ে মানানসই মনে হচ্ছে না। উইকেটহীন ৩ ওভারে ২৪ রান খরচায় সমালোচিত মোশারফ রুবেল ইমরুল কায়েসকে দিতে পারেননি ¯øগে সঙ্গ। সে কারণেই এই বাঁ হাতি ব্যাটসম্যানের পরিবর্তে দ্য ফিনিশার খ্যাত ডান হাতি অফ স্পিন অলরাউন্ডার নাসিরকেই বড্ড প্রয়োজন এখন। দ্বি-স্তর বিশিষ্ট দল নির্বাচন পদ্ধতি প্রবর্তনে নির্বাচকদের পরের ধাপ বোর্ডের এখতিয়ারে বলে গতকাল এ প্রশ্নের মুখেই পড়তে হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপিকে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে নাসিরকে একাদশে ফিরিয়ে আনার পক্ষে নন পাপনÑ‘কার জায়গায় আসবে নাসির? নাসিরকে আনতে হলে সরাতে হবে মোশাররফ হোসেন রুবেলকে। একজন বা ঁহাতি স্পিনার দিয়ে ইংল্যান্ড দলের সাথে খেলা কঠিন। ইংল্যান্ডের শক্তিশালি ব্যাটিং লাইন আপে যেখানে চারজন ডানহাতি হিটার ব্যাটসম্যান আছে, সেখানে একজন বাঁ হাতি স্পিনার রাখা দলের জন্য ঝুঁকি হয়ে যায়। তাছাড়া মোশাররফ রুবেল কিন্তু দলে শুধু বোলার হিসেবে আছেন। ওর কাছ থেকে আমরা অন্য কিছু আশা করিনি। তাছাড়া প্রথম ম্যাচে মোশারফ রুবেল কিন্তু ডানহাতি বোলারের বিপক্ষে একটাও বল করেনি।’

ইংল্যান্ডের ব্যাটিং শক্তি যেহেতু বাঁ হাতি টপ অর্ডাররা, সেহেতু ডানহাতি অফ স্পিনার দলে বেশি থাকাই বরং কৌশলগতভাবে এগিয়ে রাখবে বাংলাদেশ দলকে। তা অবশ্য মনে করছেন না পাপনÑ‘আমাদের অন্যতম সেরা পেসার কিন্তু তাসকিন। কিন্তু কাল (গত পরশু) ও ক’ ওভার বল করেছে ? রিয়াদ ক’ ওভার বল করেছে ?’
প্রথম ম্যাচে হারের পর সিনিয়র ক্রিকেটার এবং কোচিং স্টাফের সঙ্গে বসেছেন গতকাল বিসিবি সভাপতি, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের স্কোয়াড নির্ধারনে টিম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিও জেনে গেছেন তিনি। এই সভায় বসে ক্রিকেটারদের করেছেন উদ্ধুদ্ধ, দিয়েছেন প্রেরণা। মিডিয়াকে তা জানিয়েছেন বিসিবি সভাপতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসিরের জায়গা দেখছেন না বিসিবি সভাপতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ