Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক আসিফের পাশে পাপন

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অসুস্থ ক্রীড়া সাংবাদিক, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আসিফ ইকবালকে দেখতে গতকাল সকালে মিরপুস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। বিসিবি সভাপতি চিকিৎসকের কাছে খোঁজ-খবর নেয়ার পাশাপাশি আসিফের দ্রæত আরোগ্য কামনা করেন। এসময় পাপনের সঙ্গে ছিলেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, পরিচালক জালাল ইউনুস ও ইসমাইল হায়দার মল্লিক। শুক্রবার বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে আসিফ ইকবাল প্রেসবক্সে ছিলেন বেশ হাসি-খুশি ও প্রাণচঞ্চল। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রেসবক্সেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তার সহকর্মী ও বিসিবির কর্মকর্তারা মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তাকে ভর্তি করেন। এখানকার সিসিইউ-২-এ চিকিৎসাধীন থাকার পর কাল বিকালে সিসিইউ থেকে আসিফকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তাকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন। এই ক্রীড়া সাংবাদিকের আশু শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির কর্মকর্তারা সহ বিভিন্ন ক্রীড়া সংগঠকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক আসিফের পাশে পাপন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ