নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল বিকালে মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বারহাট্টা উপজেলা একাদশ ১-০ গোলে নেত্রকোনা সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলা দেখার জন্য বিকাল ৩টার আগেই মোক্তারপাড়া মাঠ কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে যায়। বিকাল সাড়ে তিনটায় ফাইনাল খেলা শুরু হয়। দু’দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। দীর্ঘদিন পর প্রাণবন্ত ফুটবল খেলা দেখে নেত্রকোনার ফুটবলপ্রেমী দর্শকরা ব্যাপক আনন্দ উপভোগ করেন। খেলার প্রথমার্ধের ৩৭ মিনিটের সময় বারহাট্টা উপজেলা একাদশের ১১ নম্বর জার্সিধারী পাবন এক মাত্র জয়সূচক গোল করেন। দ্বিতীয়ার্ধে নেত্রকোনা সদর উপজেলা একাদশ গোল পরিশোধে প্রাণান্তকর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আব্দুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসেন আকন্দ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শামীম খান টিটু, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও টুর্নামেন্ট কমিটির আহŸায়ক সাইফ খান বিপ্লবসহ অন্যান্য কর্মকর্তা, খেলোয়াড় ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।