Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কংগ্রেসে যোগ দিচ্ছেন সেই কানহাইয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

কানহাইয়া কুমার, ভারতের দিল্লির জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক প্রেসিডেন্ট ও তরুণ নেতা। যাকে ভারতীয় রাজনীতির ‘নেক্সট বিগ থিঙ্ক’ বলা হয়। তিনি সর্বপ্রথম আলোচনায় আসেন জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রেসিডেন্ট থাকাকালীন। সে সময় দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ এনে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। যদিও সেই অভিযোগের কোনও সত্যতা মেলেনি এবং তিনি জামিনে মুক্ত হন। তার মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। এবার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন আলোচিত সেই ছাত্রনেতা। আগামী ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন কানহাইয়া কুমার এবং গুজরাটের স্বতন্ত্র বিধায়ক জিগনেশ মেভানি। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের ভাদগাম নির্বাচনী এলাকার বিধায়ক ও দলিত নেতা জিগনেশ মেভানি। তিনি কংগ্রেসের রাজ্য ইউনিটের কার্যকরী সভাপতির পদে নিযুক্ত হতে পারেন। তবে বিশ্লেষকরা বলছেন, পদ যেটাই হোক, আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই তরুণ ও জনপ্রিয় এই নেতাকে দলে টানছে কংগ্রেস। গ্রেফতারের পর যখন মুক্তি মেলে, বিশ্ববিদ্যালয়ে ফিরে জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন কানহাইয়া। সেটির পর থেকেই ভারতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। তার ‘আজাদী’ সেøাগান মোদি বিরোধী দলগুলোরও অন্যতম সেøাগান হয়ে ওঠে। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কংগ্রেস

২৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ