Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিউবা-ভিয়েতনামে সামরিক ঘাঁটি চালু করবে রাশিয়া

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কিউবা ও ভিয়েতনামে রাশিয়ার যেসব সামরিক ঘাঁটি ছিল তা পুনরায় চালু করবে মস্কো। রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই পানকভ এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানালেও পানকভ বলেন, আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি। রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, অতীতে এসব বন্ধ হওয়া ঘাঁটি পুনরায় চালু করার জন্য কাজ শুরু করেছে মন্ত্রণালয়। এর আগে রাশিয়ার পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির উপ-প্রধান আলেক্সে চেপা জানিয়েছিলেন, বিশ্বের ওই অঞ্চলগুলোতে রাশিয়ার উপস্থিতি বাড়ানোর চিন্তা করা হচ্ছে। ২০০২ সাল পর্যন্ত কিউবা ও ভিয়েতনামে রুশ সামরিক ঘাঁটি ছিল। ভিয়েতনামের কালরান অঞ্চলে রুশ নৌবাহিনী ও কিউবার লাউরডেস এ রুশ রেডিও-ইলেক্ট্রনিক গোয়েন্দা কেন্দ্র ছিল। আরটি, আরআইএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিউবা-ভিয়েতনামে সামরিক ঘাঁটি চালু করবে রাশিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ