Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অডিও ফাঁস : ট্রাম্পের সঙ্কট বাড়ল

প্রতিপক্ষের কদর্য বক্তব্য হিলারির বিজয়ের পথ প্রশস্ত করেছে

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নারীদের নিয়ে অবমাননাকর কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প- এমন একটি অডিও টেপ ফাঁস হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নারীদের সম্পর্কে নানা ধরনের কথা বলতে শোনা গেছে টেপটিতে। মিস ইউনিভার্সসহ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতার আয়োজক ট্রাম্প সুন্দরী নারীদের পেতে তার বাসনার কথাও খোলামেলাভাবে বলছিলেন। এই অডিও ফাঁসের পর ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্পের এই অডিও টেপ ফাঁস হলো ভোটের ঠিক এক মাস আগে। এ কারণেই সংকট ঘনীভূত হওয়ার পাশাপাশি অনেকটা বেকায়দায় পড়েছেন ট্রাম্প। এই অডিও টেপ ফাঁস রিপাবলিকান প্রার্থীকে বড় ধরনের সঙ্কটে ফেলল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খবরে বলা হয়, ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে জরিপে এখনো পিছিয়ে আছেন ট্রাম্প। এ সময় নারীদের নিয়ে তার কদর্য বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে হিলারির পথকে আরো প্রশস্ত করে দিল বলে অনেকের ধারণা। কেননা এখন তার দলের নেতারাও তার কাছ থেকে দূরে থাকতে চাইছেন। এর আগেও নানা ধরনের বেফাঁস মন্তব্য করে সমালোচিত হন ট্রাম্প। তাছাড়া ধনকুবের ট্রাম্প প্রচারণার শুরু থেকেই নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আসছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারিকে নিয়ে তার বক্তব্য কয়েকবার শ্লীলতার সীমা ছাড়িয়ে যাওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।
গত শুক্রবার ওয়াশিংটন পোস্ট ২০০৫ সালে ট্রাম্পের সঙ্গে এনবিসি টিভির উপস্থাপক বিলি বুশের সঙ্গে একটি টেলি কথোপকথন ফাঁস করে, যাকে বোম ফাটানোর সঙ্গে তুলনা করা হচ্ছে। ওই অডিও টেপে ট্রাম্পকে বলতে শোনা যায়, তুমি যদি তারকা হও, তবে মেয়েদের নিয়ে যা কিছু করতে পার। ওই কথোপকথনে বিবাহিত এক অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে উদগ্র আগ্রহের কথাও বলতে শোনা যায় ট্রাম্পকে। ট্রাম্প বর্তমানে চতুর্থ স্ত্রী মেলানিয়াকে নিয়ে ঘর করছেন। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে উইসকনসিনের নির্বাচনী সমাবেশে আর যাচ্ছেন না। রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রেইন্স প্রেইবাস বলেন, এখানে যেভাবে বলা হচ্ছিল, কোনো নারীকে নিয়ে এভাবে বলা যায় না, কখনো না। সিনেটে রিপাবলিকানদের নেতা মিচ ম্যাককনেল বলেছেন, ট্রাম্পের ক্ষমা চাইতে হবে, সরাসরি, সব নারীদের এবং সব মেয়েদের কাছে। উটাহ রাজ্যের রিপাবলিকান গভর্নর গারি হারভার্ট তো বলেই দিয়েছেন, এরপর তিনি আর ট্রাম্পকে ভোট দেবেন না, চাইবেনও না। রিপাবলিকান দলে প্রার্থী হতে ব্যাপক বিরোধিতার মুখে পড়েছিলেন সত্তরোর্ধ্ব ব্যবসায়ী ট্রাম্প। কিন্তু সব বাধা পেরিয়ে তিনি মনোনয়ন নিশ্চিত করেন। অডিও ফাঁসে নতুন করে বিতর্কে পড়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওটি ছিল একান্তই একটি ব্যক্তিগত আলাপ এবং তা হয়েছিল বহু বছর আগে। ক্ষমা চাওয়ার সঙ্গে ট্রাম্প বলেছেন, বিল ক্লিনটন (হিলারির স্বামী) এর চেয়েও খারাপ কথা বলে যখন গলফ কোর্টে থাকে। রয়টার্স।



 

Show all comments
  • মাজেদ ৯ অক্টোবর, ২০১৬, ১:০৮ পিএম says : 0
    এমনিতেই সে হারবে
    Total Reply(0) Reply
  • শরীফ ৯ অক্টোবর, ২০১৬, ২:২৮ পিএম says : 1
    ট্রাম্প এর কথা আর কি বলবো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অডিও ফাঁস : ট্রাম্পের সঙ্কট বাড়ল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ