Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলারির বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ তুলেছে নির্দলীয় পর্যবেক্ষক সংগঠন ক্যাম্পেইন লিগ্যাল সেন্টার (সিএলসি)। এমনকি অভিযোগ প্রমাণে সংগঠনটি এফবিআইর (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্তেরও দাবি জানিয়েছে। অন্যদিকে, রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন তারই দলের সাবেক ৩০ জন কংগ্রেস সদস্য। সিএলসি দাবি করে, হিলারি নির্বাচনী প্রচারে কারেক্ট দ্য রেকর্ড নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধভাবে মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যমানের গবেষণাকর্ম এবং অন্যান্য সুবিধা গ্রহণ করছেন। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী, সুপার প্যাক নামের একটি বিশেষ রাজনৈতিক কমিটি ছাড়া তহবিল সংগ্রহ বৈধ নয়। ট্রাম্পের বিরুদ্ধেও অবশ্য ফেডারেল ইলেকশন কমিশনের কাছে লিখিত অভিযোগ পেশ করেছে সিএলসি। ট্রাম্পের বিরুদ্ধে তাদের অভিযোগ, তার নির্বাচনী প্রচার কমিটি বহিরাগত গোষ্ঠীগুলোর কাছ থেকে সহযোগিতা নিচ্ছে। ইয়াহু নিউজ, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলারির বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ