নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পেশাদার ফুটবলে নিজের ক্যারিয়ার শুরু করলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ও ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামের ছেলে রোমিও বেকহাম। গতপরশু যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) দল ইন্টার মিয়ামির রিজার্ভ দল লাওডার্ডালে এফসির হয়ে মাঠে নামেন তিনি। দলটির মালিকদের একজন তারই বাবা সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহাম।
চলতি মাসের শুরুতেই অবশ্য নিজের প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেছেন বেকহাম পুত্র। বাবার মতোই রাইট উইংয়ে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন রোমিও। রোববারের খেলায় অবশ্য নিজের প্রতিভার তেমন কোন ছাপ রাখতে পারেননি তিনি। ৭৯ মিনিট মাঠে থেকে মাত্র ১৯ বার বলে পা ছোঁয়াতে পেরেছেন জুনিয়র বেকহ্যাম। খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ।
পুরো খেলায় একবারই সুযোগ এসেছিল রোমিওর সামনে। ৫৭ মিনিটে সতীর্থ হার্ভে নেভিলের সাথে দারুণ বোঝাপড়ায় প্রতিপক্ষ বিপদসীমায় ঢুকে পড়েন তিনি। আরেক সতীর্থকে নিঁখুত এক ক্রস বাড়িয়ে দিলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন সেই খেলোয়াড়। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রোমিওর দলকে।
ম্যাচের পর উচ্ছ্বসিত রোমিও নিজের ইন্সটাগ্রামে লিখেন, ‘পেশাদার ফুটবলে অভিষিক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমার সম্পূর্ণ মনোযোগ এখন পরবর্তী খেলায়'।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।